# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীর বাসস্ট্যান্ডে প্রতিদিন ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শ্রমজীবি মানুষের হাট বসে। তাদের উদ্দেশ্যে সারাদিন শ্রম বিক্রি করা কিন্তু শ্রমিক কেনার মত মালিকের সংখ্যা কমে গেছে। কাজ না থাকায় দৈনিক শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহকারী মানুষের মাঝে অনেক কষ্টে জীবনযাপন করছে। কটিয়াদী বাসস্ট্যান্ডে সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রমজীবী মানুষ কারও বাড়িতে কাজের জন্য যেতে না পেরে রাস্তার পাশে লাইন ধরে বসে ও দাঁড়িয়ে থেকে হতাশায় নিয়ে বাড়ি ফিরছেন।
উপজেলার পার্শ্ববতী চরমান্দলিয়া গ্রামের রহিম মিয়া (৬০) এবং উপজেলার চান্দপুর গ্রামের আলমগীর (৩০) বলেন, ধান কাটার সময় আমরা প্রতিদিন কাজ পেয়েছি। এখন ধান কাটা শেষ হয়ে যাওয়ায় নিয়মিত কাজ পাচ্ছি না। যদিও মাটি কাটা, রাজমেস্ত্রী, জোগালি ও কৃষি কাজের জন্য কাজ পেলে সঠিক পারিশ্রমিক পাচ্ছি না। পরিবারে লোক সংখ্যা ৪ জন। মানুষের বাড়িতে কামলা দিয়ে যে টাকা পাই তা দিয়ে কোনো রকম সংসার চালাচ্ছি। সকাল থেকে বসে আছি কেউ আমাকে নিল না। সরকারি কোনো সহযোগিতাও পাইনি। এখন আমরা কিভাবে বেঁচে থাকব। দুই-তিন দিন যাবত বৃষ্টি থাকার কারণে কেউ আসে না আমাদেরকে কাজের জন্য।
উপজেলা আচমিতা গ্রামের আসাদ মিয়া (২৫) বলেন, কাজ যেহেতু প্রতিদিন পাই নাই তাই চিন্তা করতেছি এনজিও থেকে লোন নিয়ে একটি অটো রিক্সা কিনে চালানোর চিন্তা করতেছি।
জালালপুর গ্রাম থেকে আসা আবু বাক্কার বলেন, বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য ১৫ জন শ্রমিক নিয়েছি ৪০০ টাকা হারে এবং দুপুর বেলা খাওয়ার ব্যবস্থা করব। এই শ্রমিকদের মধ্যে সোহেল মিয়া বলেন এই ৪০০ টাকায় পরিবারের জন্য কিছুই করা সম্ভব হবে না। তিনি আরো বলেন যেদিন কাজ না থাকে সেদিন পরিবারের ৫ সদস্য বিশিষ্ট পরিবার চলতে খুবই কষ্ট হয়।
কটিয়াদী বাসস্ট্যান্ডে আসা শ্রমজীবি মানুষের দাবি সরকারি ভাবে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।