# মোস্তফা কামাল :-
কয়েক বছর ধরে কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় ব্যাপকভাবে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতি বছর ভরা বর্ষায় কিশোরগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে যান হাওরের অপার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে শুক্র-শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, ক্লাবসহ পারিবারিক ও ব্যক্তিগতভাবে হাজারো পর্যটক ভিড় করেন হাওরে। বিশেষ করে নিকলীর বেড়িবাঁধ এবং করিমগঞ্জের বালিখলা হয়ে মিঠামইন কেন্দ্রিক দৃষ্টিনন্দন অলওয়েদার রোড পরিদর্শনে যান পর্যটকরা।
লাখো পর্যটকের সমাগম দেখে বিগত সরকারের আমলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হাওরকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের সূচনা করেছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাওরে পরিদর্শনও করেছেন। কিন্তু সেই তৎপরতা এখন স্থবির হয়ে আছে। তবে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাকে শনিবার ফোন করলে জানান, সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি আবার বিবেচনা করে দেখা হবে। অচিরেই তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠাবেন। এরপর জেলা প্রশাসকের জবাবের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুক্রবার হাওরবেষ্টিত নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, হাজারো পর্যটকের সমাগম। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফরা প্রমোদ তরি ভাড়া নিয়ে হাওর দেখতে বেরিয়েছেন। আবার পারিবারিক বা ব্যক্তিগতভাবে যারা গিয়েছেন, তারা জনপ্রতি ভাড়ার ভিত্তিতে হাওর দর্শনে বের হয়েছেন।
গাজীপুরের মাওনা এলাকা থেকে এসেছিলেন ৫০ জন স্টাফ। তারা বাস নিয়ে এসেছিলেন। সাথে রান্না করার জন্য বড় বড় পাতিলসহ যাবতীয় উপকরণ নিয়ে এসেছিলেন। তাদের দলনেতা আল আমিন জানান, বন্ধের দিনের সুযোগে এরা হাওরের টানে ছুটে এসেছেন। একটি নৌকা ভাড়া করেছেন। মিঠামইনে গিয়ে গিয়ে নিজেরা অনেকটা পিকনিকের স্টাইলে রান্না করে খাবেন। সন্ধ্যার আগেই আবার গন্তব্যে রওনা হয়ে যাবেন।
নরসিংদীর বেলাবো থেকে পরিবার নিয়ে এসেছিলেন সরকারি চাকরিজীবী আবুল কালম আজাদ। নিকলীর দ্বীপগ্রাম নামে পরিচিত ছাতিরচর গ্রামে যাবেন। একটি নৌকায় ৩০ জন যাত্রী উঠেছেন। জনপ্রতি ভাড়া ১০০ টাকা। ছাতিরচর গ্রামের পাশে করস বাগানের অগভীর পানিতে তারা গোসল করবেন।
নিকলীর দামপাড়া গ্রামের নৌকার মালিক মাহবুবুর রহমান ও মো. আকাশ বলেছেন, এখানে প্রায় ২০০ নৌকা আছে। বর্ষাকালে তিন মাসের মত পর্যটক আসেন। তবে, শুক্র-শনিবার পর্যটক বেশি হয়। বর্ষার তিন মাস আয়-রোজগার ভালোই হয়। ছোট নৌকা চুক্তিতে দুই হাজার টাকা, বড় নৌকা তিন হাজার টাকায় মিঠামইনে পর্যটক নিয়ে যায় এবং নিয়ে আসে। এছাড়া লোকাল সার্ভিসের মত মিঠামইনে জনপ্রতি ২০০ টাকা, আর ছাতিরচরে ১০০ টাকায় নিয়ে যায় এবং নিয়ে আসে। অনেকে নৌকায় করে মোটরসাইকেল নিয়ে যান। এর জন্য বাড়তি ৩০০ থেকে ৫০০ টাকা ভাড়া রাখা হয়। তারা জানান, বর্ষার পানি অন্যান্য বছরের মত এখনও এতটা হয়নি। এবার পানি বিলম্বিত হচ্ছে। আরও অন্তত তিন মিটার পানি হলে হাওরের পুরো সৌন্দর্যটা ফুটে ওঠে।
পর্যটনের সময় স্থানীয় ভ্রাম্যমাণ খাবার ব্যবসায়ীদেরও কিছুটা আয়রোজগার হয়। নিকলী সদরের বাদাম বিক্রেতা জালাল উদ্দিন ও ফুচকা বিক্রেতা শহীদ মিয়া জানান, তারা এই মৌসুমে বেড়িবাঁধেই থাকেন। মোটামুটি ভালোই বিক্রি হয়।
এদিকে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেছেন, পর্যটকরা অনেকেই সাঁতার জানেন না। তারা হাওরের চরিত্র না জেনে, পানির গভীরতা না জেনে টলমল স্বচ্ছ পানি দেখে গোসল করতে নামেন। এভাবে অনেকের মর্মান্তিক প্রাণহানি ঘটে। অনেকে মোটরসাইকেল নিয়ে এসে অলওয়েদার রোডে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। যে কারণে নিয়মিত পুলিশের টহল এবং মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ঈদের পর পার্শ্ববর্তী হবিগঞ্জ থেকে একজন সার্জেন্ট এনে সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কিছু মোটরসাইকেল জব্দ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় নির্দেশনামূলক বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। নৌকার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখেন।
নিকলী থানার ওসি কাজী আরিফ আহমেদ জানান, তারাও সম্প্রতি উপজেলা প্রশাসনের সাথে পর্যটকদের নিরাপত্তা এবং নৌকার মালিকদের নির্দেশনা নিয়ে সভা করেছেন। সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন এবং লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।
গত ৫ বছরে কিশোরগঞ্জের হওরের বিভিন্ন স্পটে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন থানা এবং হাপাতাল সূত্রে জানা গেছে।