# মোস্তাফিজ আমিন :-
সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে গুণহীন করে পাঠাননি। পাঠাননি মেধাশূন্য করেও। হাজারটা সমস্যা আর সীমাবদ্ধতার মাঝেও কোনো না কোনো আলাদা গুণ আর মেধা নিয়ে জন্ম নেয় প্রতিটি মানুষ। তবে শ্রষ্টার দেওয়া সেই গুণ আর মেধার যথাযথ চর্চা করে কেউ উন্নতি করে, কেউবা চর্চাহীনতার কারণে পিছিয়ে থাকে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরের অখ্যাত গ্রামের ছোট্ট এক বালক নিজের মেধার চর্চার মাধ্যমে বিরল প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। হয়েছে জননন্দিত। কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুকারদের কল্যাণে নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল। তাকে নিয়ে এখন বেশ টানাটানি পড়ে গেছে মূলধারার মিডিয়া আর ডিজিটাল প্লাটফরমেও।
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের অজপাড়া গা সলিমউল্লাহ পাড়া। কৃষিপ্রধান সেই গ্রামের আলাপ মিয়া আর লেহাতুন বেগমের শিশুপুত্র সাজিবুর। সে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এলাকার অন্যসব আট/দশটা শিশুর মতো পড়ালেখা আর খেলাধুলা নিয়ে ব্যস্ততায় তার বাল্যকাল কাটলেও, বিরল কিছু প্রতিভার কারণে সে সবার থেকে ভিন্ন। আর এই ভিন্নতার কারণে চারপাশের লোকজনের কাছে সে এখন বেশ সমাদৃত, জনপ্রিয়। প্রায় প্রতিদিন কোনো না কোনো অঞ্চল থেকে তার খোঁজে বাড়িতে এসে হাজির হচ্ছেন সাধারণ লোকজনসহ গণমাধ্যমকর্মীরা।
সাজিবুরের শারীরিক কসরতের মধ্যে রয়েছে সে অদ্ভুতভাবে দেহকে ঠিক রেখে তার ঘাড় আর মাথাকে এমনভাবে নাড়াতে পারে মনে হবে সেগুলি দেহের সাথে সংযুক্ত নয়, যেনো আলাদা।
এছাড়াও সে হুবহু নকল করতে পারে কুকুরের ডাক, বিড়ালের ডাক ও ঝগড়া, ছাগলের ডাক, কাকের ডাক ইত্যাদি বহু প্রাণির। সে গলা দিয়ে বীন বাজিয়ে সাপুরের গানের সুর তুলতে পারে চমৎকারভাবে। পারে সে তার গ্রামের বৃদ্ধ, প্রতিবন্ধী লোকদের নকল করে হাঁটতে।
সাজিবুর জানায়, তাকে কেউ শেখায়নি এসব। নিজে নিজেই শিখে রপ্ত করেছে। তার এইসব দেখে ও শুনে মানুষ মজা পায়, তাই তারও ভালো লাগে। সাজিবুরের এই বিরল প্রতিভায় মুগ্ধ ও গর্বীত তার সহপাঠিরাও। তারা সাজিবুরের প্রতিভা বিকাশে সরকারি সহায়তা প্রত্যাশা করে।
তার বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুলের বার্ষিক নানা অনুষ্ঠানে সাজিবুর তার সুন্দর ও ব্যতিক্রমী এইসব উপস্থাপন করে দর্শকদের মাতিয়ে রাখে।
প্রতিবেশী ও গ্রামের লোকজন জানান, তারা সাজিবুরের এই বিরল প্রতিভায় বেশ আনন্দিত। তারা সময় সুযোগ পেলেই ওর কাছে ছুটে আসেন এবং এইসব দেখে পুলকিত হন। তারা দরিদ্র পিতার শিশু সন্তান সাজিবুরের প্রতিভা লালনে সরকারের সহায়তা কামনা করেন।
সাজিবুরের বাবা আলাপ মিয়া ও মা লেহাতুন বেগম জানান, তাদের ছেলের এইসব কাজ তাদেরও বেশ ভালো লাগে। লোকজন আসেন। দেখে আনন্দিত হন। তাদের ভালো লাগে। দারিদ্রতার কারণে ছেলেটির পড়ালেখা যেনো বন্ধ না হয়, সরকারের সহায়তা কামনা করেন তারা।