# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জে কটিয়াদীতে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে ছাতা মেরামতের কারিগরদের কদর বেড়েছে। বৃষ্টির জন্য মানুষ স্বাভাবিক কাজ করতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। স্কুল কলেজ ও কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের যেতেও বৃষ্টির মধ্যে ছাতার প্রয়োজন হচ্ছে। যাদের ছাতা নষ্ট হয়ে আছে তারাই নিয়ে আসছেন কারিগরদের কাছে। অতি রৌদ্রময় আবহাওয়া কিংবা বৃষ্টি উভয়ই প্রয়োজন হয় ছাতার। এজন্য মৌসুমী কারিগররাও পথের ধারে বসে।
কটিয়াদী উপজেলায় বিভিন্ন হাটবাজারে ঐতিহ্যের এই পেশা ধরে রেখেছে অনেকেই। তবে সপ্তাহে একদিন হাটের দিনগুলোতে বসেন তারা। বৃষ্টি বেশি হলে তারা বাজারে আসেন। অনেক কারিগর পেশা বদল করেছেন। আগের মতো বেশি কাজ নেই বলে।
সরেজমিনে, বৃহস্পতিবার কটিয়াদী সাপ্তাহিক হাটের বাজারে ঘুরে দেখা যায়, ১০-১৫ জন ছাতা কারিগর রাস্তার পাশে ফুটপাতে বসেছেন। প্রতিটি কারিগর ছাতা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। কারিগররা জানান, এটা তাদের বাড়তি উপার্জন।
ছাতা কারিগর হাবিবুর রহমান বলেন, এই পেশা আমার ৫০ বছরের। কৃষি কাজের পাশাপাশি সপ্তাহে একদিন হাটে আসি। এখন অন-টাইম ছাতা দ্রুত নষ্ট হয়ে যায়। আগে তো মজবুত ছাতা ছিলো। একটি ছাতা অনেক দিন মানুষ ব্যাবহার করতো।
আরেক কারিগর শামিম মিয়া বলেন, এটা মৌসুমি পেশা আমার। সপ্তাহে একদিন আসি। পরিচিত সবাই এদিন ছাতা ঠিক করতে হাটে আসে। বৃষ্টি বাড়লে আমাদের ইনকাম বেড়ে যায়।
ছাতা ঠিক করতে আসা আশরায় উদ্দিন বলেন, ছাতা সবসময়ই প্রয়োজন হয় আমাদের। রৌদ্রের তাপ থেকে বাঁচতে আর বৃষ্টি হলে তো ছাতা ছাড়া উপায় নেই। তাই প্রয়োজনীয় জিনিস টি ঠিক করতে নিয়ে আসছি।