# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি সুমনকে (৩১) র্যাব গ্রেপ্তার করেছে। ভিকটিম মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে কটিয়াদীতে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী প্রবাসী। গত বছর ২৬ জুলাই সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ভিকটিমকে অন্য কক্ষে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পরদিন কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। ১৩ আগস্ট বুধবার দুপুরের পর জেলা শহরের হারুয়া এলাকা থেকে র্যাব সদস্যরা মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।