# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের রেলওয়ে জংশনে মালবাহী ট্রেন থেকে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৭ মে শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগিতে তল্লাশি এই গাঁজা পাওয়া যায়। এসময় আলমগীর হোসেন (৪২) নামে মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবোগ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি এ তথ্য নিশ্চিত করে বলেন, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১টি মালবাহী ট্রেনে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজাসহ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পরে রাতে ভৈরব জংশনের স্টেশন মাস্টারের সহায়তায় ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশনে থামানো হয়। পরবর্তীতে রাত ১২টা ৪৫ মিনিটে ট্রেনে তল্লাশি চালিয়ে ট্রেনের ৩টি বগির ভিতরে অভিনব কায়দায় রাখা ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মো. আলমগীর হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারিকে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের শেষে মাদকসহ হস্তান্তর করা হয়েছে।