# নিজস্ব প্রতিবেদক :-
অনলাইন চালু হওয়ার পর কিশোরগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি আগের কাগুজে টিকেট বিক্রির তুলনায় অনেক বেড়েছে। প্রতিটি টিকেট প্রকৃত মূল্যের তুলনায় দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি হচ্ছে। আবার কালোবাজারিতেও ‘কালো কৌশল’ ব্যবহার করে একই ট্রেনের একই আসনের টিকেট একাধিক যাত্রীর কাছে বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তখন ট্রেনে উঠে একই আসনে বসা নিয়ে একাধিক যাত্রীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। ৪ অক্টোবর শনিবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে এমন দৃশ্যই দেখা গেছে।
আইন শৃংখলা বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেটসহ কালোবাজারিদের হাতেনাতে গ্রেপ্তার করেছে। মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। কিন্তু কয়েকদিন পরই জামিনে বেরিয়ে এসে আবার একই পেশায় নিয়োজিত হচ্ছে। এসব কালোবাজারির সাথে স্টেশনের স্টাফরাও জড়িত থাকেন। এসব স্টাফ এবং কালোবাজারিদের নামে জিআরপি থানায় মামলাও হয়েছে। এর পরও কালোবাজারি বন্ধ হচ্ছে না।
শনিবার এগারসিন্দুর প্রভাতী ট্রেনে গিয়ে দেখা গেছে, এক কালোবাজারি শোভন চেয়ার কোচের গ-২৮, গ-৩৭, গ-৪০ এবং গ-৪২ নম্বরের চারটি আসনের ঢাকার টিকেট যাত্রীদের কাছে বিক্রি করেছে। একজন যাত্রীকে টিকেটের কাগুজে কপি দিলেও অন্য যাত্রীদের কাছে মোবাইলে টিকেটের কপি পাঠিয়েছে। তবে টিকেটে অন্য যাত্রীর নাম দেওয়া থাকলেও সেখানে যাত্রীর মোবাইল ফোন নম্বর এবং এনআইডি নম্বর দেওয়া আছে আংশিক। যেন অনুসন্ধান করতে সমস্যা হয়।
কালোবাজারি ওই চারটি আসনের কোনটি কার, সেটি প্রত্যেক যাত্রীকে বলে দিয়েছে। শহরের গাইটাল এলাকার রানা নামে এক যাত্রীকে বলা হয়েছে, তার মোবাইলে পাঠানো টিকেটের গ-৩৭ নম্বর আসনটি তার। ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে। রানা যথারীতি ট্রেন ছাড়ার আগে গ-৩৭ নম্বর আসনে গিয়ে বসেছেন। কিছুক্ষণ পরই অপর এক যাত্রী ওই চারটি আসনের নম্বর লেখা কাগুজে টিকেট হাতে নিয়ে এসে গ-৩৭ আসনটি তার বলে দাবি করেন। রানা কিছুক্ষণ বাকবিতণ্ডা করলেও যেহেতু ওই যাত্রীর হাতে কাগুজে টিকেট রয়েছে, ফলে বাধ্য হয়ে তিনি আসনটি ছেড়ে দেন। তবে তিনি মোবাইলে থাকা অন্য তিন আসনে গিয়েও সেই আসনগুলো তার বলে দাবি করলেও ওইসব আসনের যাত্রীরা আসন ছাড়েননি। ফলে রানা বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
টিকিট কালোবাজারি সাথে জড়িত স্টেশনের পার্শ্ববর্তী পূর্ব তারাপাশা এলাকার সাইফুল ইসলাম, আব্দুর রজ্জাক, তাড়াইলের তপন বর্মণ, ভৈরবের সৌরভ হোসেনসহ অনেক কালোবাজারি একাধিকবার টিকেটসহ গ্রেপ্তার হয়ে কারাগারে গেছে। কিন্তু কয়েকন দিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবার একই পেশায় নিয়োজিত হয়। কিশোরগঞ্জের জিআরপি থানার পুলিশ গত বছর ১৫ ফেব্রুয়ারি সাইফুল ইসলাম নামে কালোবাজারিকে অবৈধ টিকেটসহ গ্রেপ্তার করেছিল। তখন জিজ্ঞাসাবাদে সাইফুল টিকেট কালোবাজারির সাথে জড়িত চার বুকিং ক্লার্কের নাম বলেছিল। বুকিং ক্লার্ক আব্দুর রহমান, পারভেজ, বিপ্রজিৎ ও রেদোয়ান নিজেদের আইডির মাধ্যমে বিভিন্ন মানুষের মোবাইল নম্বর ও এনআইডি দিয়ে টিকেট কেটে কালোবাজারিদের কাছে ৩০ টাকা লাভে বিক্রি করেন। কালোবাজারিরা এসব টিকেট আরও বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করে। এসব স্বীকারোক্তির পর কালোবাজারি সাইফুলের সাথে ওই চার বুকিং ক্লার্ককে আসামী করে এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জিআরপি থানায় গত বছর ১৫ ফেব্রুয়ারি মামলা (মামলা নং ১) করেছিলেন।
শহরের খরমপট্টি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাধন দাস জানিয়েছেন, আগে যখন কাউন্টার থেকে কাগুজে টিকেট বিক্রি হতো, তখনও কালোবাজারি হতো। অনলাইন চালু হওয়ার পর ধারণা করা হয়েছিল, এবার কালোবাজারি বন্ধ হবে। বরং এখন আরও বেড়েছে। ট্রেন ছাড়ার ১০ দিন আগে রাত ১২টায় অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়। এক মিনিট পর অনলাইনে ঢুকলেই দেখা যায়, সব টিকেট বিক্রি শেষ! মানুষ নানা কারণে ট্রেনের যাত্রাটি পছন্দ করেন। কিশোরগঞ্জ থেকে বাসে ঢাকায় যেতে ৬ থেকে ৭ ঘন্টা লেগে যায়। টিকেটের দাম ৩২০ টাকা। অথচ ট্রেনে চার ঘন্টায় চলে যাওয়া যায়। এছাড়া দুর্ঘটনা, বায়ু দূষণ, যানজটের ভোগান্তি, প্রচণ্ড গরম ও সাশ্রয়ী মূল্যের টিকেটসহ নানা কারণে মানুষ ট্রেনকেই পছন্দ করেন।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগারসিন্দুর নামে দু’টি আর কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন আপ-ডাউন চলাচল করে। প্রতিটি এগারসিন্দুর ট্রেনে প্রথম শ্রেণির ২০টি, শোভন চেয়ার ৫০টি, আর শোভন শ্রেণির ১৩৩টি আসন থাকে। এর মধ্যে প্রথম শ্রেণির টিকেট ২৩০ টাকা, শোভন চেয়ারের টিকেট ১৬০ টাকা, আর শোভন শ্রেণির টিকেট ১২৫ টাকা। অন্যদিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত আসন আছে ৯টি, আর কেবিনের আসন আছে ২১টি। পাশাপাশি শোভন চেয়ার ৯০টি আর শোভন শ্রেণির আসন আছে ১৮৫টি। শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকেট ২৮৮ টাকা, আর কেবিনের প্রতি আসনের টিকেটের দাম ৩৪৫ টাকা। অন্যগুলোর দাম এগারসিন্দুরের মতই।
স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, এখন প্রতিটি ট্রেনের শতভাগ টিকেটই অনলাইনে বিক্রি হয়। এর বাইরে যারা টিকেট পান না বা মধ্যবর্তী কোন স্টেশনে যেতে চান, তারা কাউন্টার থেকে স্ট্যান্ডিং (দণ্ডায়মান) টিকেট কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্তব্যে যান। প্রতিটি ট্রেনে স্ট্যান্ডিং টিকেটও বিক্রি হয় ১৫০ থেকে ২০০টি।
স্টেশন মাস্টার জানান, কালোবাজারির সাথে স্টেশনের কেউ জড়িত আছেন বলে তাঁর জানা নেই। তবে গত বছর যে চারজন বুকিং ক্লার্কের নামে মামলা হয়েছিল, এরা কেউ আর এখানে দায়িত্ব পালন করেন না। তিনি বলেন, অনলাইনে টিকেট কিনতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হয়। লেখাপড়া নেই, এমন মানুষদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশনও করা নেই, তারা অনলাইনে টিকেট কিনতেও পারেন না। মূলত শিক্ষিত মানুষেরাই অনলাইনে টিকেট কেনেন। তাদের মধ্যে অনেকেই অনলাইনে টিকেট কিনে ‘এখন ঢাকায় যাচ্ছেন না’ প্রচার করে যাত্রীদের কাছে বাড়তি দামে বিক্রি করেন। আবার কালোবাজারিরা অন্য যাত্রীদের মোবাইল নম্বর ও এনআইডি নম্বর সংরক্ষণ করে রাখে। ওইসব নম্বরের বিপরীতে অনলাইনে টিকেটি কিনে নিয়ে কালোবাজারিতে বিক্রি করে। এটি নিয়ন্ত্রণ করা দুষ্কর। এসব কালোবাজারিরা অনেক সময় একই টিকেট একাধিক যাত্রীর কাছে বিক্রি করে বলে তিনিও শুনেছেন বলে জানান।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানিয়েছেন, জিআরপি থানায় গত বছর কালোবাজারি সাইফুল ইসলাম ও চার বুকিং ক্লার্কের নামে যে মামলাটি হয়েছিল, সেই মামলায় পাঁচজনকেই দোষী সাব্যস্ত করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখনও যারা টিকেট কালোবাজারিতে জড়িত আছে, তাদের মাঝে মাঝে ধরা হয়। কিন্তু আদালত থেকে জামিনে এসে আবার চোরাগুপ্তা কায়দায় কালোবাজারি চালিয়ে যায়। তবে জিআরপি থানা এ ব্যাপারে তৎপর রয়েছে।