# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হয়েছে। এসময় দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, হবিগঞ্জ থেকে ট্রলারে মাদকের চালান আসার খবর পেয়ে র্যাব সসদ্যরা ১ জুলাই সোমবার বিকালে বালিখলা ঘাটে অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে আটক করে ব্যাগ ও ট্রাংকের ভেতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল বাসেদ শিমুলের ছেলে ইমরান হোসেন (২১) ও নেত্রকোণা সদরের সহশ্রী এলাকার আব্দুস সালামের ছেলে শরীফুল ইসলাম (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব মাদক ময়মনসিংহের গফরগাঁও এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে দুজন স্বীকার করেছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।