# এম.আর রুবেল :-
ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে পড়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশু হলো, চণ্ডিবের গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোছাদিন (৬) ও আবুল হোসেনের ছেলে এনিন (৮)। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে পৌর শহরের চণ্ডিবের গ্রামের মাজু ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে চণ্ডিবের গ্রামের মাজু ডাক্তারের বাড়ির ওয়াদুদ মিয়ার নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের রুমের কাঁচা দেয়ালে উঠে পানি দেয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশুর উপর দেয়ালটি ধসে পড়লে শিশু এনিনের হাতে ও পায়ে এবং মোছাদিনের মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্বজনরা শিশুদের আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনের প্রাথমিক চিকিৎসা দেন এবং মোছাদিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।