# নিজস্ব প্রতিবেদক :-
অন্যকে অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে একটি দেশীয় পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ কিশোরগঞ্জে দুজন র্যাবের হাতে ধরা পড়েছেন। এরা হলেন, সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্শা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নবী হোসেন (৪৯) ও একই ইউনিয়নের শেহড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৪)। তাদেরকে শুক্রবার গভীর রাতে কর্শাকড়িয়াইল নতুন বাজার এলাকার রাস্তা থেকে র্যাবের একটি টহল দল আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির গতকাল শনিবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, প্রতিবেশি ওসমান আলীর সাথে ব্যাটারি চুরির বিষয়ে বিরোধ থাকায় তাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য এসব অস্ত্র নিয়ে যাচ্ছিলেন। পাইপ গানটি দেলোয়ার নিজেই তৈরি করেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।