# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই পিকআপকে পিছন থেকে ধাক্কা দেয় অপর একটি মিনি পিকআপ। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিনি পিকআপের থাকা বাবা-ছেলেসহ তিনজন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুর রহমান।
দুর্ঘটনায় আহতরা হলো, বরিশাল জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ তেহারি গ্রামের আ. আজিজের ছেলে মন্টু শিকদার ও তার ছেলে নাঈম সিকদার (১৮) ও পিক-আপ মেকানিক ব্রাহ্মণবাড়িয়া চেলার নাসির নগরের ধরমণ্ডল গ্রামের আলী আকবর মিয়ার ছেলে শামসুল হক (৩৮)।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর মাঝামাঝি স্থানে সোমবার রাত ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ফল বোঝাই পিক-আপ চাকা পাঞ্চার হয়ে বিকল হয়ে পড়ে। এসময় পিক-আপ চালক স্থানীয় একজন গাড়ির মেকানিক এনে বিকল হওয়া চাকা মেরামতের চেষ্টা করে। রাত ১০টার দিকে আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ১টি দ্রুতগামী মিনি পিকআপভ্যান বিকল হওয়া পিক আপভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেয়া পিকআপের থাকা বাবা ছেলে গুরুতর আহত হয়। এছাড়াও ফল বোঝাই পিক-আপের মেরামত করতে থাকা মেকানিকও গুরুতর আহত হয়েছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে চিকিৎসক তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তিনজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
বিকল হওয়া পিকআপ চালক আক্তার হোসেন বলেন, আমি চট্টগ্রাম থেকে ফল নিয়ে এসেছি কিশোরগঞ্জে নিয়ে যাবো। হঠাৎ আমার পিকআপের চাকা পাঞ্চার হয়ে গাড়িটি বিকল হয়ে পড়ে। মেরামত করার মুহূর্তে পিছন থেকে অপর একটি দ্রুতগামী পিক আপভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় আমি আর আমার হেলপার কোন রকম প্রাণের বেঁচে যায়। কিন্তু মেরামত করতে আসা আমার গাড়ির মেকানিক গুরুতর আহত হয়। অপর দিকে মিনি পিকআপ চালক ও তার সাথে থাকা তার ছেলে গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তৎক্ষণাৎ সড়ক থেকে গাড়ি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করি। আহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।