# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার ৬ অক্টোবর সকালে ভৈরব পৌর শহরে আমলাপাড়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। সে আমলাপাড়া এলাকার ভোলা মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া একজন অটোরিকশা চালক ছিলেন। সে দীর্ঘদিন যাবত মানুষিক রোগে ভুগছে। অস্বাভাবিক আচরণের কারণে ১ বছর আগে ১ মাস বয়সি কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি কুমিল্লায় চলে যান। এরপর থেকে তার মানুষিক রোগ আরো বেড়ে যায়। ধীরে ধীরে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। ৫ অক্টোবর রোববার রাতে না খেয়েই নিজ ঘরে শুতে যায়। ছোট ভাই সকাল ৬টায় ডাকতে গিয়ে দেখে রাসেল নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন শাহদাত হোসেন বলেন, রাসেলরা চার ভাই। সে ভাইদের মধ্যে তৃতীয়। রাসেল অনেক ভাল ছিল। তবে তার অস্বাভাবিক আচরণ ও মাদকের সাথে জড়িত ছিল বলে বাবা-মা তাকে দুয়েকবার জেলেও রেখে এনেছে। তবে সঠিক চিকিৎসা পেলে ছেলেটিকে ভাল করা যেতো। পাগলামির জন্য বউ ছেড়ে গেছে। কিন্তু ছেলেটি বিয়ের আগে সুস্থ ছিল।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।