• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

পর্নোগ্রাফির মামলায় ছাত্রলীগ নেতা হীরা এখন কারাগারে

পর্নোগ্রাফির মামলায়
ছাত্রলীগ নেতা হীরা
এখন কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-
কথিত দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে (২৮) পুলিশ ময়মনসিংহ শহর থেকে গ্রেপ্তার করেছে। তাকে ২৩ জুন রোববার রাতে গ্রেপ্তার করে আজ ২৪ জুন সোমবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা।
রোববার হীরার কলেজ পড়ুয়া কথিত দ্বিতীয় স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে মামলাটি করেছিলেন। এ মামলার প্রধান আসামি হীরা। অপর দুই আসামি হলেন হীরার মামা বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন (২৮) ও সুমনের বড়ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু (৪৩)। হীরার বাড়ি নেত্রকোণায় হলেও থাকেন মামার বাড়ি কিশোরগঞ্জ শহরতলির বয়লা তারাপাশা এলাকায়।
ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, হীরার নামে কিশোরগঞ্জ আদালতের পর্নোগ্রাফির মামলা ছাড়া আর কোন মামলা না থাকলেও নেত্রকোণায় একাধিক মামলা রয়েছে।
পর্নোগ্রাফির মামলার এজাহারে জানা যায়, জেলা শহরের একটি সরকারি কলেজে পড়া মিঠামইনের মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে বিয়ের প্রলোভন দেখিয়ে হীরা শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এসব গোপন সম্পর্কের ভিডিও দৃশ্য ধারণ করে রেখেছিলেন হীরা। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে হীরা কাজী অফিসে গিয়ে গতবছর ৮ জুন বিয়ে করলেও কোন কাবিননামা দেয়নি। তবে হীরার প্রথম স্ত্রী রয়েছেন। তার দুটি সন্তান হয়ে মারা গেছে। এসব কথা মেয়েটি প্রথম স্ত্রীর সাথে কথা বলে জানলেও হীরা এগুলি দ্বিতীয় স্ত্রীর কাছে গোপন করেছিলেন।
হীরা মোবাইলে ধারণ করা দ্বিতীয় স্ত্রীর সাথে শারীরিক মেলামেশার ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। মেয়েটি বাবার কাছ থেকে হীরাকে দুই দফায় পাঁচ লাখ টাকা এনে দেন। এসব ঘটনা মেয়েটি হীরার দুই মামা সুমন ও বাবুলকে জানালে তারাও হুমকি দিয়ে বলেন, বাড়াবাড়ি করলে মেয়েকে শহরে থাকতে দেওয়া হবে না। ছাত্রলীগ সভাপতি সুমনও হুমকি দিয়ে মেয়ের কাছ থেকে দুই দামি মোবাইল ফোন এবং সুমনের বড়ভাই বাবুল নগদ তিন লাখ টাকা আদায় করেন। এগুলি মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক সম্পর্কের ছবি ছড়িয়েও দেওয়া হয়েছে, যা মেয়েটিও দেখেছেন। এ ঘটনায় রোববার আদালতে মেয়েটি পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিচারক আশিকুর রহমান সদর থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত নাজমুল হোসেন হীরা গ্রেপ্তার হলেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *