• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ বছর পর দুইশ তম সিজার

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৫৯ বছর পর ২০২২ সালের ২৮ এপ্রিল এক প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে প্রথম বারের মতো অস্ত্রোপচার কার্যক্রম চালু করা হয়।
দীর্ঘ এক বছর পর ২৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় কোন ধরনের ইনফেকশন ছাড়ায় দুইশ তম সিজারিয়ান অপারেশনে মাধ্যেমে নবজাতকের জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। সাড়ে ৩ লক্ষ মানুষের চিকিৎসক চাহিদার প্রয়োজনে ২০১৮ সালের ৩১ শয্যা হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। এরপর থেকে একাধিকবার উদ্যোগ নিলে ও হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জামাদি, এনেস্থেসিয়া ডাক্তার ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি। গত এক বছর আগে নতুন অপারেশন থিয়েটার ও একজন গাইনী কনসালট্যান্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় অপারেশনের সুযোগ তৈরি হয়।
বিনামূল্যে দুইশ তম সিজারে জন্ম নেওয়া কন্যা সন্তানের মায়ের নাম সোমা আক্তার। তার স্বামীর নাম আমিন উদ্দিন। বাড়ি বাজিতপুর পৌরসভা নিতারকান্দি গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্বে সিজারিয়ান অপারেশন করেন এনেস্থেসিয়া ডা. মাহবুবুর রহমান, সার্জন ডা. কামরুন্নাহার দিলু, ডা. রাবেয়া আক্তার। তাদের সহযোগিতায় ছিলেন, ওটি ইনচার্জ মুনতাহিনা, সাবিকুন নাহার, গোল নাহার বেগম, ছালমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায় ।
নবজাতক কন্যা সন্তানের পিতা আমিন উদ্দিন বলেন, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সিজার করালে ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হতো। যা তাদের পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে খুব খুশি।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এ প্রতিনিধিকে বলেন, এক বছর আগে এই হাসপাতালটিতে ছিল চিকিৎসক সংকট। ছিলনা আলট্রাসনোগ্রাফি, ইকো মেশিন, ইসিজি মেশিন, অপারেশন থিয়েটার। স্বাস্থ্য সেবার মান বাড়াতে যন্ত্রপাতি, চিকিৎসক, টেকনিশিয়ান, নার্সসহ সকল সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিয়েছি। তাদের সহযোগিতায় অল্প দিনের মধ্যে ৫৯ বছর পর অপারেশন থিয়েটার চালু করি। আজ বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে হেল্থ সিস্টেম পারফরেন্সে ৪২৫টি উপজেলার মধ্যে ১০ম স্থান পেয়েছে। চিকিৎসা ও সেবার মান ভালো হওয়ায় এ উপজেলার রোগীরা দূর দূরান্তে না গিয়ে সেবা নিতে ছুটে আসে এ হাসপাতালে। আজ রোববার দুটি অপারেশনের মধ্য দিয়ে ২০০তম সফল সিজারিয়ান সম্পূর্ণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *