# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা কমিটির বর্তমান সদস্য অজয় কর খোকন গ্রেপ্তার হয়েছেন। তাঁকে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে আইন শৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন অজয় করের ভগ্নিপতি নন্দন দে। অজয় করের নামে কিশোরগঞ্জ সদর থানা এবং নিকলী থানায় বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানিয়েছেন, অজয় কর খোকনকে মামলার কারণে সদর বা নিকলী থানায় হস্তান্তর করা হবে কি না, তা তাঁরা বলতে পারছেন না।