# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনম উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, ফেকামারা কামিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলম সিদ্দিকী, ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়া, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।