# নিজস্ব প্রতিবেদক :-
মামা আবুল হাসান হাশিম থাকতেন সৌদি আরব। সেখান থেকে দুই ভাগনের কাছে টাকা পাঠিয়ে তাদের কাছ থেকে ২০০৬ ও ২০০৮ সালে সোয়া ৪ শতাংশ জায়গা কিনেছিলেন। ভাগনেরাই নিজ উদ্যোগে রেজিস্ট্রি অফিসে আবুল হাসানের নামে দলিল রেজিস্ট্রি করেন। ভাগনেরাই দলিলের কপি জমা দিয়ে মামার নামে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন এবং পানির লাইন নিয়েছেন। এমনকি হোল্ডিংও আবুল হাসানের নামে করিয়েছেন। সেই জায়াগয় আবুল হাসান হাফ বিল্ডিং নির্মাণ করেছেন। প্রবাস থেকে ফিরে তিনি বাসায় উঠেছেন। কিছু অংশ ভাড়াও দিয়েছেন। এখন বলা হচ্ছে, দলিলের দাগ নম্বরে ভুল আছে। এই অজুহাতে ভাড়াটিয়াসহ আবুল হাসানকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। আবার রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীসহ কয়েকজনের সহায়তায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। আদালতে চাঁদাবাজির মামলা করার পরও তারা চাঁদা আদায়ের কারসাজি করে যাচ্ছেন। এ ব্যাপারে আবুল হাসান হাশিম ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দিয়ে প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে আবুল হাসান জানান, তাঁর পৈত্রিক বাড়ি পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের ছোট আজলদী গ্রামে। তিনি সৌদি আরবে থাকতে জেলা শহরের গাইটাল এলাকায় দুই ভাগনে মকবুল হোসেন ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের বিদ্যুৎ কর্মী জহিরুল ইসলামের কাছ থেকে ২০০৬ ও ২০০৮ সালে সোয়া ৪ শতাংশ জায়গা কিনেছিলেন। সৌদি থেকে টাকা পাঠালে ভাগনেরাই তাঁর নামে জায়গা রেজিস্ট্রি করে দেন। এরপর সেখানে তিনি হাফ বিল্ডিং বাসা করেন। ভাগনেরাই দলিলের কপি জমা দিয়ে মামার নামে বাসায় বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন এবং পানির লাইন নিয়েছেন। হোল্ডিংও আবুল হাসানের নামে করিয়েছেন। প্রবাস থেকে ফিরে মামা বাসায় উঠেছেন। কিছু অংশ ভাড়াও দিয়েছিলেন।
২০২৩ সালে ভাগনেরা জানান, জায়গার দাগ নম্বরে ভুল আছে। অর্থাৎ জায়গার সাবেক দাগ নম্বর ঠিক থাকলেও ভাগনেরা ইচ্ছাকৃতভাবে সর্বশেষ মাঠপর্চার দাগটি ভুল দিয়েছিলেন। নিজেদের দাগ নম্বরের পরিবর্তে সেখানে তাদের চাচার দাগ নম্বর বসিয়ে দিয়েছিলেন। ভাগনেরা দাগ নম্বর সংশোধনের জন্য মামাকে মামলার পরামর্শ দেন। মামা আবুল হাসান ২০২৩ সালে কিশোরগঞ্জের আদালতে মামলা (মামলা নং ৭৬/২৩) করেন। এর পরই ভাগনেরা দুই ভাড়াটিয়াসহ তাঁকে বাসা থেকে বের করে দেন। তারা চক্রান্ত করেন রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক এনামুল হক, সদর উপজেলার মহিনন্দ এলাকার মুস্তাক, জহিরুলদের ভগ্নিপতি আব্দুল মালেকের সাথে। তারা গত ২৫ জুলাই আবুল হাসানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিলেই আবুল হাসানকে দলিল সংশোধন করে আবার বাসা বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। তিনি এ ঘটনায় ১নং বিচারিক আদালতে গত ৯ সেপ্টেম্বর ভাগনে জহিরুল, মকবুল, রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক এনামুলসহ ছয় জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। কিন্তু ভাগনে ও তাদের সহযোগিরা বার বার হুমকি দিচ্ছেন, ২০ লাখ টাকা না দিলে বাসা ফেরত পাবেন না। আবুল হাসান সংবাদ সম্মেলনে এই অবিচারের প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে জহিরুল ইসলাম জানান, মামা আবুল হাসান তাদের বাসায় প্রায় ৭ মাস ভাড়া ছিলেন। সেই সুযোগে ভাগনেদের স্বাক্ষর জাল করে দলিলটি তৈরি করেছেন। তাহলে গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পানির লাইন ও হোল্ডিং নম্বর কী করে মামার নামে হলো, এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম জানান, যেহেতু মামা হয়, সেই কারণে তখন বাধা দেইনি।
এদিকে রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক এনামুলকে প্রশ্ন করলে জানান, তার কাছে আবুল হাসানকে নিয়ে তাঁর ভাগনে জহিরুল ইসলাম গিয়েছিলেন দলিলের দাগ নম্বর সংশোধনের বিষয়ে পরামর্শ নিতে। তিনি সহায়তার জন্য একজন দলিল লেখকের সাথে তাদেরকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। সেই সাথে আদালতে দলিল সংশোধনের মামলা করারও পরামর্শ দিয়েছিলেন। এখন তার নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে এনামুল মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হাসানের স্ত্রী শুভা হাসান, শ্বশুর ফরিদ মিয়া, বড়ভাই মোহাম্মদ আলী ও ভায়রা ভাই আসাদুজ্জামান।