# নিজস্ব প্রতিবেদক :-
সম্প্রতি অনুষ্ঠিত বিসিএস শিক্ষা ক্যাডারের পরীক্ষায় প্রথম হয়েছেন পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল। তিনি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের কৃষক সায়েম উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
রাসেল ২০১৪ সালে পাকুন্দিয়ার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে দাখিল ও ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে ৪ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে আলিম পাস করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হয়ে ২০২২ সালে এমএ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। তিনি শিক্ষা ক্যাডারে এই ফলাফল করতে পেরে খুবই উৎফুল্ল। তিনি মা-বাসহ তাঁর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।