# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন পালনে নাশকতা চেষ্টার অভিযোগ এনে কবির মিয়া (২২) নামে একজনকে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ডে রাস্তায় আগুন জ্বালিয়ে নাশকতা চেষ্টার সময় তাকে আটক করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবির মিয়াকে গ্রেপ্তার করে থানায় আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি স্থানীয়দের বরাত দিয়ে জানান, খবর পেয়ে আকবরনগর বাসস্ট্যান্ড থেকে কবির মিয়াকে আটক করে থানা আনা হয়েছে। স্থানীয়দের অভিযোগ সে নাশকতার চেষ্টা করেছে তবে ঘটনাস্থলে আগুনের কোন আলামত পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। কবির মিয়া মিরারচর উত্তর পাড়া এলাকার মনা মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত। তাকে জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরনের কথা বলছে। আইনি প্রক্রিয়া শেষে কবির মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভৈরবে সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভৈরবে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ প্রশাসনের সকল ইউনিট কাজ করছে।