# রাজীবুল হাসান :-
দেশ বিরোধী ষড়যন্ত্রে ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্য লিপ্ত গণহত্যাকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভৈরব পৌর কেন্দ্র শহীদ মিনার চত্বরে ভৈরবের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের শান্তি বিনষ্ট ও নির্বাচনকে বানচাল করতেই ফ্যাসিস্ট দল অনলাইন মাধ্যমে নাশকতা সৃষ্টি করছে। নিরীহ জনগণের সম্পত্তি আগুনে পুড়ে ধ্বংস করছে।
দেশ বিরোধী ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আওয়ামী দোষরদের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আমরা ভৈরবের জনগণ মাঠে আছি কোন ষড়যন্ত্রকারীদেরকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না।
সমাবেশে বক্তব্যে রাখেন, আজহারুল ইসলাম রিদম, মাওলানা সাইফুল ইসলাম শাহরিয়ার, জাহিদুল হক , মহিউদ্দিন, শেখ মহিউদ্দিন চিশতী প্রমুখ।