# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন ঘোষিত লকডাউনের দিন সারাদেশের ন্যায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরবের উপর দিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ দূর পাল্লার তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধু চলাচল করেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীবাহী কোন বাস ছেড়ে যায়নি। এছাড়া ভৈরবের উপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক, ময়মনসিংহ-সিলেট, ময়মনসিংহ-চট্টগ্রাম, চট্টগ্রাম-নাটোর, সিলেট-টাঙ্গাইল, ভৈরব-পঞ্চগড়, ভৈরব-শেরপুরসহ বিভিন্ন সড়কের দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা যায়নি।
ঘোষিত লকডাউনকে ঘিরে বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস ও এনসিপির নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভৈরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে।
সম্প্রতি বাস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন-ককটেল নিক্ষেপের ঘটনায় এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিরুৎসাহিত করছেন। সহিংসতার ভয়ে সড়কেও তাই ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম।
পরিবহন শ্রমিকরা জানান, মালিকদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই। তবে চালক ও সহকারীরা আতঙ্কের কারণে রাস্তায় নামতে অনীহা প্রকাশ করছেন। যারা বাস নিয়ে বের হয়েছেন, তারাও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন।