# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের এক পরিবারের ১৫৮ শতাংশ আয়তনের একটি ফিসারির ওপর নজর পড়েছে স্থানীয় সন্ত্রাসীদের। তারা জোরপূর্বক ফিসারি দখল নিতে গিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করেছে। এর প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বুধবার বিকালে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষার্থী মোশারফ হোসেন রনি। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন বলে জানিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্টের পর একটি সন্ত্রাসী বাহিনীর কুদৃষ্টি পড়েছে তাদের ফিসারিতে। আওয়ামী দোসর মোশারফ হোসেন সবুজ টাকা দিয়ে একটি সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে ফিসারিটি দখলের জন্য। এতে আবার যোগ দিয়েছেন এক বিএনপি নেতার ভাই। এই সন্ত্রাসী বাহিনীর প্রধান রুবেল মিয়া ও তার ভাই সোহেল রানা তাদের সহযোগী প্রায় ৩০-৪০ জন অস্ত্রধারী নিয়ে ফিসারি পাড়ে সর্বক্ষণ মহড়া দেয়। যখনই ফিসারির মালিক পক্ষের লোকদের সেখানে দেখে, তখনই তাদের ওপর হামলা করে।
এই সন্ত্রাসী বাহিনীর নামে থানায় ডাকাতি, জমি দখল, হামলা, ফিসারির মাছ চুরি, মাদক কারবারসহ নানা ধরনের মামলা রয়েছে। এর মধ্যে ওমর ফারুক নামে এক বিকাশ কর্মী অপহরণ মামলাও রয়েছে। রুবেল মিয়া প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, ওই ফিসারি নাকি সদর আসনের বিএনপির এক মনোনয়ন প্রত্যাশির ছোট ভাইয়ের অনেক পছন্দ। ফিসারিটি তার লাগবে। এ নিয়ে একটি উকিল দরবারও হয়েছে। কিন্তু সেই উকিল দরবারে মোশারফ হোসেন রনির চাচা শাহাবুদ্দিনকে বেধড়ক মারধর করা হয়। এর পরও উকিল দরবারের রায় মোশারফদের পক্ষে আসে। এর পরই মোশারফের ভাই বিকাশ কর্মী ওমর ফারুককে অপহরণ করা হয়। তাকে কয়েকদিন পর বগুড়ায় রাস্তার পাশ থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর পরও নানা রকম হুমকি চলতে থাকে। গত ২৯ অক্টোবর মোশারফের চাচা শাহাবুদ্দিন ও চাচাতো ভাই পরাশ উদ্দিন রব্বির ওপর হামলা করে রুবেল বাহিনী। এসব ঘাটনায় মোশারফ সন্ত্রাসীদের শাস্তি দাবিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন।