# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত মীম আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার এসআই রাকিব বিন ইসলাম।
নিহত মীম উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদী প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ১২ নভেম্বর বুধবার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে নবীপুরে মীম আক্তারের বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। মরদেহটি ঘরে ধর্ণার মধ্যে রশিতে ঝুলে ছিল। ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মীম আক্তার আত্মহত্যা করেছে। বিয়ের পর থেকে ওই নারী বাবার বাড়িতেই বেশি থাকেন। পারিবারিকভাবে আপন মামাতো ভাইয়ের কাছে মীমের বিয়ে হয়। মীম আক্তারের দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে। ফাঁসির কারণ জানতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।