# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারকে ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সানজিদা শারমিনের স্বাক্ষরে ৭ সেপ্টেম্বর রোববার হাসপাতালে এই মর্মে একটি চিঠি এসেছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান সেলিম। কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট কিশোরগঞ্জের ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাসপাতালের এক নারী কর্মী ডা. হেলিশের নামে ধর্ষণ মামলা করেছিলেন। ট্রাইবুনালের দায়িত্বে থাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব মামলাটি এফআইআর করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করে এসআই দুলালকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। এছাড়া এই হাসপাতালে বিভিন্ন সময় ভুল চিকিৎসায় কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল ভাঙচুরসহ সড়ক অবরোধের মত ঘটনা ঘটেছে। রোগীদের সাথে কোন কোন চিকিৎসকের দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এসব সংবাদ প্রচারও হয়েছে। এসব কারণেই তাকে ওএসডি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ববর্তী পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন অবসরে গেছেন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর। পরদিন ৩১ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেন একই হাসপাতালের উপ-পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার। ৮ মাসের বেশি সময় পার হয়ে গেলেও একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত রহস্যজনক কারণে একজন পূর্ণাঙ্গ পরিচালক যোগদান করেননি বলে হাসপাতাল পরিবারের বিভিন্ন সদস্য মন্তব্য করেছেন।
এ ব্যাপারে ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, ‘আমি এ ধরনের কোন আদেশের বিষয়ে অবগত নই। তবে বিভিন্ন জনের কাছ থেকে শুনে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে এ ধরনের কোন আদেশ পাইনি’। তবে নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালক হিসেবে নিয়োগের চিঠি পেয়েছেন।