# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫দিন পর ভৈরবের মেঘনার পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের টুকচাঁনপুর দ্বীপচর মেঘনা নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক বাজিতপুর উপজেলার কৈলাগ বন্দের বাড়ি এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৭)।
মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে নৌ থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, ১৫ আগস্ট শুক্রবার দুপুরে লোকমারফত খবর পায় টুকচাঁনপুর দ্বীপচর মেঘনা নদী পাড়ে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় আছে। পরে নৌ থানা পুলিশ রাকিব মিয়ার গলা কাটা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ১০ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় বাজিতপুরের কৈলাগ বন্দের বাড়ি থেকে ৫০০ টাকা খরচ নিয়ে বের হয়। সে তার বন্ধু বাজিতপুরের কুকরাই এলাকা শাওন মিয়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে যায়। এর পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। কোন সন্ধান না পেয়ে তার বন্ধু শাওন মিয়ার বসত ঘর থেকে রাকিব মিয়ার পরিহিত জিন্সের ফুলপ্যান্ট, এয়ারফোন ও কালো রংঙের চশমা খোঁজে পায় রাকিবের ভাই রিয়াজুর মিয়া। ১৪ আগস্ট নিহতের ভাই বাজিতপুর থানায় একটি ম্যান মিসিং জিডি করেন। জিডি নং-৬০৩। আজ ১৫ আগস্ট দেড়টায় বাড়ি দ্বীপচর মেঘনা নদীর পাড়ে ভাসমান অবস্থায় রাকিব মিয়ার মরদেহ লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিবার পরিচয় শনাক্ত করে।
ওসি আরো জানা, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে রাকিবকে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।