# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরব রেলওয়ে জংশনে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ১১ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যালের নিকট থেকে এ গাঁজা উদ্ধার করা হয় বলে জানান রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমান গাঁজার একটি চালান যাচ্ছে। যেহেতু ট্রেনটি বিরতিহীন তাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি থামানো হয়। এ সময় চোরাকারবারিরা পুলিশের অভিযান টের পেয়ে গাঁজার বস্তাগুলো আউটার সিগন্যালের নিকট ফেলে দেয়। পরে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ২টি বস্তায় রক্ষিত ১৪ পোটলায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করেন। মাদক পাচারের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।