# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ছুরিসহ চিহ্নিত এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৩ ফেব্রুয়ারি রোববার রাতে শহরের কালিপুর রামশংকরপুর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ছিনতাইকারী মাইন উদ্দিন পৌর শহরের কালীপুর মাইজহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে। আজ ২৪ ফেব্রুয়ারি দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের রামশংকরপুর এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী মাইন উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে ছিনতাইয়ে ব্যবহার করা একটি চায়না সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাইন উদ্দিন ভৈরবের ছিনতাই চক্রের সদস্য। সে তার সহযোগীরা দীর্ঘদিন যাবত ভৈরবের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যাব এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছিনতাইকারী মাইন উদ্দিনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।