• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ দুই দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি সপ্তাহ

# মো. আলাল উদ্দিন :-
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে দুই দিনব্যাপি সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে সাহিত্য সংস্কৃতি সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী, প্রথিতযশা সাংবাদিক, কবি ও লেখক জাহানারা পারভীন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দ্বাদশ শ্রেণির মানবিকের শিক্ষার্থী ফাহিমা আক্তার সেতু।
অতিথি হিসেবে মঞ্চে অন্যান্যদের মাঝে উস্থিত ছিলেন, ইসলাম শিক্ষা বিষয়ক সহকারী অধ্যাপক জিয়ারত আলী মৃধা, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান মো. টিপু সুলতান, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক জেসমিনা খানম ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ-২০২৫ এর আহ্বায়ক মো. জহিরুল হক। অনুষ্ঠানের উদ্বোধক কবি ও সাংবাদিক জাহানারা পারভীন তার বক্তব্যে বলেন, এই কলেজে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে নানাবিধ পুরস্কার অর্জন করেছে, যা অন্যান্য কলেজের চেয়ে এটি একটি অসাধারণ ভাল দিক। তিনি আরো বলেন, আজ থেকে ২৫ বছর আগে আমি এই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হয়েছিলাম এবং কৃতিত্বের সাথে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে ভর্তি হওয়ার সুযোগ পাই। পরবর্তী সময় সাংবাদিকতা ও লেখালেখি পেশায় জড়িত হয়, আমার বাবার ভৈরবে চাকুরির সুবাধে আমার জন্ম, শৈশব কৈশোর কাল কেটেছে ভৈরব। তিনি ভৈরবের নানা স্মৃতি বিজড়িত দিক নিয়ে প্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন। একই সাথে তিনি ভারতের পশ্চিমবঙ্গের কৃত্তিবাস পুরস্কার ২০১১ অর্জন বিষয়ে বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্য ও ভালবাসার গল্প ছাত্রীদের কাছে তুলে ধরেন। পাশাপাশি এই কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও ভালবাসা, দায়িত্বশীলতার বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের উদ্বোধক জাহানারা পারভীন’কে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক তিনযুগ পূর্তির পাটের ব্যাগ, ম্যাগাজিন, বই তুলে দেন এবং অধ্যক্ষ শহীদুল্লাহ রচিত গ্রন্থ ও উপহার প্রদান করেন। ২ দিন ব্যাপী উদ্বোধনী পর্বে আজ থাকছে আবৃত্তি বাংলা, আবৃত্তি ইংরেজি, হামদ নাত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি আধুনিক ও দেশাত্ববোধক গান ও দেশীয় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল থাকবে ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য, সমকালীন বিশ্ব পরিস্থিতির উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বাংলা বিতর্ক প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *