• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবে ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন সুবর্ণ জয়ন্তী উদযাপন

# সোহেলুর রহমান :-
ভৈরবের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন সফলতার সাথে ৫০ বছর অতিবাহিত করায় সুবর্ণ জয়ন্তী পালন করে সংগঠনের কর্মকর্তা ও শিল্পীবৃন্দ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় ভৈরব উপজেলা মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বর্ণিল আয়োজনে বাঙালির অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণ পুরুষ লালন সাঁই ও বাংলার লোক মরমি গানের জগতে দার্শনিক কবি হাসন রাজা স্মরণে লালন-হাসন স্বরণোৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক শহীদুজ্জামান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ, সংগঠনের সাধারণ সম্পাদক ও ভৈরব প্রেস ক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান।
সোহেলুর রহমান তার বক্তব্যে বলেন, সংগীত নিকেতনকে সুস্থ-শুদ্ধ সংগীত বিকাশে এগিয়ে নেওয়ার জন্য সংগীত নিকেতনের সকল শিল্পী, কর্মকর্তা ও ভৈরবের সংগীত প্রিয় মানুষের সার্বিক সহযোগিতা দরকার। মহাত্মা গুরুবাদী আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের একান্তে চিন্তা-চেতনায় ভাবে-ভাবনায় ও বিশ্বাসে অর্থাৎ তার গুরুবাদী দর্শনে মূলত মানুষকেই অধিক প্রাধান্য দিয়েছেন। মানুষকেই তার গানে দ্বিধাহীনভাবে আনন্দচিত্তে চরম ভালোবাসা আর বিশ্বাসের জায়গা থেকে জয়গান গেয়েছেন; মানুষকেই তার পদে পরতে পরতে যারপরনাই পরমাত্মার অংশ হিসেবে মানবিক আধ্যাত্মিক এবং দার্শনিকভাবে তুলে ধরেছেন। মানুষকে তিনি ভক্তি ও পরম গুরুজ্ঞান করেছেন। মানব জনমকে তিনি শ্রেষ্ঠ জনম শ্রেষ্ঠ উপহার বলেছেন।
অপরদিকে ‘লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার/কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার।/ ভালা কইরা ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর/আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার’।/ এই ভাবিয়া হাসন রাজা, ঘর বাড়ি না বান্দে/কোথায় নিয়া রাখব আল্লায়, তাই ভাবিয়া কান্দে।’
এই গান শুনলেই সবাই বুঝতে পারে এটা হাসন রাজার গান। এই গান শোনেনি, এমন মানুষের সংখ্যা অনেক কম। গানের রচয়িতা মরমী কবি, দার্শনিক ও বাউল হাসন রাজা। দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রুপ হলো মরমী সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তার গান শুনলেই মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয় অবলীলায়। এক সময়কার প্রতাপশালী জমিদার হাসন রাজা একদিন হয়ে গেলেন মরমী কবি ও বাউল সাধক। সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে মরমী কবি হাসন রাজার জন্ম। এককালের ভোগবিলাসী হাসন এবার হয়ে উঠলেন নম্র হাসন। তার গানে আক্ষেপের সুর ধ্বনিত হয়ে উঠল। কখনো গেয়ে উঠেছেন- ‘বাউলা কে বানাইলো রে/হাসন রাজারে/বাউলা কে বানাইলো রে’। আবার কখনো গেয়েছেন- ‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে/কান্দে হাসন রাজার মন-ময়না রে’।
শহীদুজ্জামান স্বপন বলেন, বাংলার লোক কবি লালন সাঁই ও হাসন রাজার মরমী ও লোক ধারার কথা যা বাংলাদেশের শিকড়। তিনি আরও বলেন, আগে বাংলাদেশের লোক ধারাকে চিনো জানো তারপর মাইকেল জ্যাকসন কে চিনো। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এ সময় ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সৃষ্টি লগ্নের ইতিহাস ও বিভিন্ন ব্যক্তির অবদানের কথা তুলে ধরে সংগঠনের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বলেন, লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাকে বলা হয় বাউল গানের সম্রাট।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবেও বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সব প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। এদিকে হাসন রাজা বাংলার লোক মরমি গানের জগতে প্রধানত: একজন দার্শনিক কবি। মানব জীবনকে তিনি গভীরতম উপলদ্ধি থেকে বুঝার চেষ্টা করেছেন। নিজের ভেতরের খবর নিতে গিয়ে পরমজ্ঞান প্রাপ্তি তার দর্শনের মূল ভিত্তিপ্রবাহ। হাসনরাজা জন্ম নিয়েছেন লক্ষনশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে। বর্তমান সুনামগঞ্জে পুরো শহরটাই ছিল এই পরগনার অন্তর্ভূক্ত আর হাসনরাজার বিখ্যাত জন্মভিটে বাড়িটি এই শহরের তেঘরিয়া মহল্লাতেই অবস্থিত। হাসন রাজা তার গানে উল্লেখ করেছেন এই সময় তিনি তার পরম প্রেয়সির আবারো নাগাল পান, আবার তার রঙ্গ রুপ দেখে অভিভূত হন। তাকে আবারো জড়িয়ে ধরেন, আর তার মধ্যে বিলীন হন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন, আবুল মোল্লা, সংগঠনের সহ-সভাপতি আলকাছ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মরমী কবি লালন ও হাসন রাজার দুটো গানের সমন্বয়ে গীতিনৃত্যের মাধ্যমে গানের পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় ছিল সকল শিল্পীদের অংশগ্রহণে একটি সমবেত সংগীত। অনুষ্ঠানে যন্ত্র-শিল্পী ছিলেন, কিবোর্ডে নুর হোসেন, দোতরায় বাউল নয়ন, বাঁশিতে মিজান, তবলায় কার্তিক বিশ্বাস ও দেবাশিষ রায় পার্থ, অক্টোপ্যাডে আনোয়ার হোসেন, হারমোনিয়ামে জ্যোতি মন্ডল, ঢোলে বিশ্বজিৎ দাস।
অনুষ্ঠানটিতে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, ভৈরব যুব রেড ক্রিসেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *