• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

পেশায় কাঠমিস্ত্রি নেশায় কণ্ঠশিল্পী মিঠুন সূত্রধর

পেশায় কাঠমিস্ত্রি নেশায়
কণ্ঠশিল্পী মিঠুন সূত্রধর

# মোস্তাফিজ আমিন :-
মিঠুন সূত্রধর। পেশায় একজন কাঠমিস্ত্রি। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামে বাড়ির সামনে রাস্তার ধারে দিনভর কাঠের নানান ফার্ণিচার তৈরি করেন। তবে তিনি অন্যসব কাঠমিস্ত্রির মতো নন। পেশায় কাঠমিস্ত্রি হলেও, নেশায় তিনি একজন কণ্ঠশিল্পী। দেশের নামকরা সব শিল্পীদের গান হুবহু কণ্ঠে ধারণ করে স্থানীয় শ্রোতাদের মাঝে সাড়া ফেলে দিয়েছেন ইতোমধ্যে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদের গান গেয়ে তিনি এলাকায় “ইমরান” নামে পরিচিতি পেয়েছেন। পরিচিতজনরা এখন পথে-ঘাটে তাকে ইমরান নামে ডাকেন, ভালোবেসে। আর প্রিয় শিল্পীর নামে ভক্তরা ডাকায় তার বেশ ভালোই লাগে।
পারিবারিক সূত্রে জানাযায়, মিঠুনের যখন ৭ কি ৮ বছর বয়স তখন তার বাবা নিখিল চন্দ্র সূত্রধর মারা যান। দুই ভাই দুই বোনের মাঝে মিঠুনই বড়। ফলে বাঙ্গালী পরিবারের চিরাচরিত রীতি অনুযায়ী মাসহ ভাই-বোনদের ভরণপোষণের ভার এসে পড়ে শিশু মিঠুনের উপরই! তখন ৩০ টাকা রোজে স্থানীয় একটি ফার্ণিচারের দোকানে শিশুশ্রমিক হিসেবে চাকুরি নেন তিনি। পাশাপাশি পড়াশোনাও করতে থাকেন। এক সময় চাকুরি ছেঁড়ে নিজেদের বাড়ির সামনে ফার্ণিচার তৈরির দোকান খোলে নিজেই ব্যবসা শুরু করেন।
কিন্তু এইট থেকে ক্লাস নাইনে উঠার পর স্কুলে আর যাওয়া হয়ে উঠেনি। কারণ সংসার ব্যয় বেড়ে যাওয়ায় রোজগারে মনোযোগী হতে হয় তাকে। কিন্তু এইসব সাংসারিক টানাপোড়নের মাঝেও গানকে তিনি কণ্ঠে লালন করতে থাকেন। কাজ করেন আর গান করেন। মোবাইলে গান শুনেন আর হুবহু ধারণ করেন কণ্ঠে।
পথের ধারে তার দোকান হওয়ায় মধুরকণ্ঠের গান শুনে চলতি পথে থমকে দাঁড়িয়ে যান পথচারি-পরিচিত জনরা। খানিক নীরবে শুনেন তার গান। হন মুগ্ধ। ভক্ত।

এমনি করে এলাকায় কাঠমিস্ত্রি নয়, কণ্ঠশিল্পী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। তবে জন্মসূত্রে পাওয়া পারিবারিক নামটি এক সময় হারিয়ে যেতে থাকে। পরিচিতি হতে থাকেন কণ্ঠশিল্পী ইমরান নামে। এখন সবাই তাকে এই নামেই চেনেন।
স্থানীয়রা জানান, দক্ষিণ সালুয়া বাজার থেকে ফরিদপুর যাওয়ার পথে রাস্তার ধারেই মিঠুনের কাঠের ফার্ণিচার তৈরির দোকান। দিনভর তিনি এখানে কাঠের ফার্ণিচার তৈরির কাজে ব্যস্ত থাকেন। তবে কাজের হাজার ব্যস্ততার মাঝে কণ্ঠ থেকে তার থামেনা গান। তিনি কখনও দরাজ গলায়, কখনও আবার গুনগুন করে গাইতে থাকেন।
এ সময় তার চারপাশে দাড়িয়ে মুগ্ধ হৃদয়ে গান শুনেন স্থানীয় নারী-পুরুষ ও পথচারিরা। অনেক সময় তারা অনুরোধ করেন তাদের প্রিয়শিল্পীর প্রিয় কোনো গান শুনাতে। খুশি মনে মিঠুন তাদের দাবি পূরণ করেন। এইসব ভক্তশ্রোতাদের ধারণা, যথাযথ সুযোগ পেলে তাদের ইমরান মানে মিঠুন একদিন দেশের বড় কণ্ঠশিল্পী হতে পারবে। তাই তারা সরকারসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।
এদিকে ইমরানের মা গীতালী রানী সূত্রধর ও এসএসসি পরীক্ষা দেওয়া বোন ঊর্মিলা রানী চৈতি জানান, ছোটকাল থেকেই মিঠুন গানের চর্চা করে আসছে। তার গান তাদেরও বেশ ভালো লাগে। খুব ভালো লাগে যখন প্রতিবেশীরা মিঠুনের গান নিয়ে প্রশংসা করেন।
তারা দাবি করেন, দেশের বিভিন্ন মিউজিক প্রতিষ্ঠান বা টেলিভিশন কর্তৃপক্ষ যদি মিঠুনের হাত ধরে তার প্রতিভা বিকাশের সুযোগ করে দিতো, তবে সে হয়তো দেশের একজন নামকরা গুণী শিল্পী হতে পারতো। এতে করে পারিবারিকভাবেও তারা বেশ খুশি হতেন। হতেন চিরকৃতজ্ঞ।
মিঠুন সূত্রধর জানান, শিশুকালে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তিনি। তখন ৩০ টাকা রোজে কাজ নেন একটি ফার্ণিচার তৈরির দোকানে। ফাঁকে পড়াশোনাটাও চালিয়ে যেতে থাকেন। অনেক সময় স্কুল বা কাজ থেকে ফিরেই স্থানীয় বাজারে চলে যেতেন। শুনতেন গান। পরে বাড়ি এসে সেই গানের চর্চা করতেন।
তিনি সব শিল্পীর গানই করেন। তবে ইমরান মাহমুদ তার প্রিয় শিল্পী। তিনি তার গানই বেশী করেন। আর তাই সবাই তাকে ইমরান নামেই ডাকেন। এতে তার বেশ ভালো লাগে। তিনি বলেন, এখন স্থানীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানের ডাক পান। গান করে মুগ্ধ শ্রোতাদের কাছ থেকে উপহার-অর্থকুড়িও পেয়ে থাকেন-যা তাকে বেশ উৎসাহিত করে।
তিনি স্মৃতিচারণ করে জানান, কিছুদিন আগে স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর ওর পেইজে তার একটি গান আপলোড করলে সেটি ব্যাপক ভাইরাল হয়। আর সেটিতে কণ্ঠশিল্পী ইমরান নিজে তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাভ রিয়েক্ট দিয়ে প্রশংসা করেন। এতে তিনি অনেক অনুপ্রাণিত হন।
মিঠুন জানান, দেশের কোনো সংগীত পরিচালক বা মিউজিক কোম্পানী অথবা কোনো টিভি চ্যানেল যদি তাকে একটু সুযোগ করে দিতেন, তবে তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করতেন। তার সংগীত সাধনাও সার্থক হতো।
সরকারি/বেসরকারি অথবা ব্যক্তি পর্যায়ের সহযোগিতায় তাদের ছেলে মিঠুন সূত্রধর একদিন দেশের নামকরা কণ্ঠশিল্পী হয়ে দেশবাসীসহ সকলের মুখ উজ্জ্বল করবে, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *