• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ভৈরবে ৫ দিনব্যাপি ২৮তম একুশে বইমেলা উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
“যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৫ দিনব্যাপি ২৮তম বইমেলা। আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলা পরিষদের সভাপতি সুমন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন ঢাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরবের বিশিষ্ট শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ আহমেদ ও ভৈরবের বিশিষ্ট নাট্যকার মো. মতিউর রহমান সাগর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ বাঙ্গালি জাতি ২১শে চেতনায় উজ্জীবিত। ভাষা শহিদরা জীবন দিয়ে এ জাতিকে দেশ রক্ষার মাইলফলক কীভাবে তৈরি করতে হয় শিখিয়ে গেছে। বক্তারা আরো বলেন, আমরা ইন্টারনেটের দিকে ঝুঁকে যাচ্ছি। এতে দিন দিন পাঠক হারাচ্ছে। লেখক ও পাঠকদের মিলন মেলা এই বইমেলা। এখানে শিশু কিশোরদের পাঠক হিসেবে গড়ে তুলতে শুধু বছরে একবার বইমেলা নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার মতো উৎসব করা গেলে পাঠক গড়ে উঠবে।
প্রতিটি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে নয় মাঝে মধ্যে বিভিন্ন লেখকের বই পড়তে হবে। তাহলে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। জ্ঞান অর্জনে বইয়ের কোনো বিকল্প নেই। ইন্টারনেট পড়া ও এর তথ্যগুলো প্রশ্নবিদ্ধ। ইন্টারনেটের চেয়ে বই কিনে পড়াই ভালো। বই মানুষকে আলোকিত করে। স্কুল কলেজে শিক্ষার্থীদের পাঠ্য অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে অভিভাবক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের সচেতন হতে আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, আজ উন্নয়নশীল দেশ গুলো এগিয়ে গিয়েছেন জ্ঞান চর্চার মাধ্যমে। আমাদের এ দেশের মানুষের জ্ঞানচর্চা করতে হবে। তা না হলে এই দেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। বই হচ্ছে জ্ঞানের আঁধার। মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকটি পরিবারে শুধু বই রাখা নয় লাইব্রেরি তৈরি করতে হবে। এ দেশের অপরাধ প্রবণতা কমাতে খেলাধুলার পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। শিশুর মেধা ও মননের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেয়। এ সময় তিনি ২৮তম বইমেলা পরিষদের অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, মেলাটি বিভিন্ন বইয়ের প্রায় ১৮টি স্টল দিয়ে সাজানো হয়েছে। এছাড়া মেলায় রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। এখানে প্রতিদিনই থাকবে শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নির্বাচিত শিল্পীদের গান ও নৃত্য, গ্রন্থ আলোচনা ও মঞ্চ নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *