# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী একুশে বইমেলা। এই মেলা চলবে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৪ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত। এবারও মেলার আয়োজন করা হয়েছে ভৈরব পৌর শহরের রাজকাচারী প্রাঙ্গনে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
মেলায় থাকছে বিভিন্ন বইয়ের প্রায় ১৮টি স্টল। এছাড়া মেলায় রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। এখানে প্রতিদিনই থাকবে শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নির্বাচিত শিল্পীদের গান ও নৃত্য, গ্রন্থ আলোচনা ও মঞ্চ নাটক। ভৈরব বইমেলার পরিষদের ব্যবস্থাপনায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ভৈরবের বিশিষ্ট সাংবাদিক পরিষদের সভাপতি সুমন মোল্লা ও বিশিষ্ট নাট্যকার পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী।
সমাপনী দিনে থাকবে মেলায় শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।