# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয় নিজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা।
প্রতিযোগিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম।
ক্রীড়া প্রতিযোগিতায় মশাল প্রজ্জলন করেন জাতীয় ক্রীড়াবিদ মো. নূরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত উসমান ও পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও সাংবাদিকবৃন্দ।