• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে পচা ডিমে কেক তৈরি ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে মুদির দোকানে অগ্নিকাণ্ডে ৬ লক্ষ টাকার ক্ষতি শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভৈরবের প্রবীণ ভাষা সৈনিক জহিরুল হক কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে বিএনপির কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত বিনামূল্যে প্রশিক্ষণ শেষে ১১ নারী পেলেন সেলাই মেশিন ভৈরবে জেটি নির্মাণে নদীর পাড় এলাকা অধিগ্রহণ কমিটি পরিদর্শন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার আয়োজনে ব্লু-বার্ড স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চালক খুন অটো ছিনতাই চারজনের মৃত্যুদণ্ড

রায়ের পর আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

চালক খুন অটো ছিনতাই
চারজনের মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
চালককে খুন করে অটোরিকশা ছিনতাই ঘটনায় কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চার আসামির সবার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। প্রত্যেকের দুই লাখ টাকা করে অর্থদণ্ডও হয়েছে। রায়ের সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক ৩ জুলাই বুধবার বিকালে এক রায়ে ভৈরবের ছনছড়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে লিটন মিয়া (২৬) ও আবু মিয়ার ছেলে মো. রব্বানী (২৬) এবং ভৈরবের ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও বাঁশগাড়ি গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে মো. কাজলের (৩৪) বিরুদ্ধে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সাত দিনের মধ্যে আপীল করা যাবে বলে রায়ে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবু নাসের ফারুক সঞ্জু এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, কুলিয়ারচরের মাইজপাড়া গ্রামের আব্দুল হান্নান খন্দকারের ছেলে বদর খন্দকার সোহেলের (৩৫) অটোরিকশাতে ভৈরবের দুর্জয় মোড়ে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আসামিরা ১০০ টাকা ভাড়ায় যাত্রীবেশে ওঠেন। এরপর ডোমড়াকান্দা বাজারে যাওয়ার কথা বলে ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে চালক সোহেলকে খুন করেন। তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে নাকমুখসহ সারা শরীরে রড দিয়ে আঘাত করা হয়। এরপর গলায় গমছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও সোহেলের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যান। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর ভৈরব থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করলে এক পর্যায়ে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. জামির হোসেন জিয়ার নেতৃত্বে পর্যায়ক্রমে লিটন, জুয়েল ও কাজলকে গ্রেপ্তার করলে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এসময় তারা আসামি রব্বানীর নামও বলেন। তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ২২ নভেম্বর আদালতে চারজনকেই দায়ী করে অভিযোগপত্র দাখিল করেন। আজ রায় ঘোষণার পর আসামি এবং তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
পাবলিক প্রসিকিউটর আবু নাসের ফারুক সঞ্জ্ ুএই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যে ধরনের সাক্ষ্য প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে রায়টি হয়েছে, আশা করি আপীলেও এ রায় বহাল থাকবে।’ আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। আসামি পক্ষ আপীল করবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *