# নিজস্ব প্রতিবেদক :-
চালককে খুন করে অটোরিকশা ছিনতাই ঘটনায় কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চার আসামির সবার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। প্রত্যেকের দুই লাখ টাকা করে অর্থদণ্ডও হয়েছে। রায়ের সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক ৩ জুলাই বুধবার বিকালে এক রায়ে ভৈরবের ছনছড়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে লিটন মিয়া (২৬) ও আবু মিয়ার ছেলে মো. রব্বানী (২৬) এবং ভৈরবের ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও বাঁশগাড়ি গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে মো. কাজলের (৩৪) বিরুদ্ধে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সাত দিনের মধ্যে আপীল করা যাবে বলে রায়ে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবু নাসের ফারুক সঞ্জু এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, কুলিয়ারচরের মাইজপাড়া গ্রামের আব্দুল হান্নান খন্দকারের ছেলে বদর খন্দকার সোহেলের (৩৫) অটোরিকশাতে ভৈরবের দুর্জয় মোড়ে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আসামিরা ১০০ টাকা ভাড়ায় যাত্রীবেশে ওঠেন। এরপর ডোমড়াকান্দা বাজারে যাওয়ার কথা বলে ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে চালক সোহেলকে খুন করেন। তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে নাকমুখসহ সারা শরীরে রড দিয়ে আঘাত করা হয়। এরপর গলায় গমছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও সোহেলের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যান। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর ভৈরব থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করলে এক পর্যায়ে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. জামির হোসেন জিয়ার নেতৃত্বে পর্যায়ক্রমে লিটন, জুয়েল ও কাজলকে গ্রেপ্তার করলে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এসময় তারা আসামি রব্বানীর নামও বলেন। তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ২২ নভেম্বর আদালতে চারজনকেই দায়ী করে অভিযোগপত্র দাখিল করেন। আজ রায় ঘোষণার পর আসামি এবং তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
পাবলিক প্রসিকিউটর আবু নাসের ফারুক সঞ্জ্ ুএই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যে ধরনের সাক্ষ্য প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে রায়টি হয়েছে, আশা করি আপীলেও এ রায় বহাল থাকবে।’ আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। আসামি পক্ষ আপীল করবে বলে জানিয়েছে।