১১শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার উখিয়ার জোহার -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কক্সবাজারের উখিয়ার এক মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জে ইয়াবা বিক্রি করতে এসে ১১শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। ওই মাদক ব্যবসায়ী উখিয়ার মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. জোহার (৪২)। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে ৩০ জুন রোববার সকালে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী জোহারকে এসব ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।