করিমগঞ্জ থানায় আটক সার বোঝাই ট্রাক -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪৩০ বস্তা চোরাই টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এগুলির দাম চার লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা খামার বাড়ির উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
২৭ জুন বৃহস্পতিবার রাতে করিমগঞ্জের চামড়া নৌবন্দর এলাকায় নৌকা থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৫১৫৫) এসব সার তোলার সময় এলাকাবাসী করিমগঞ্জ থানায় খবর দেন। পুলিশ গিয়ে ৪৩০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ওসি মো. মিজানুর রহমান। তবে এসময় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন খামার বাড়ির উপ-পরিচালক আবুল কালাম আজাদ।