• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিয়ার জন্মদিনে হোসেনপুরে সহস্রাধিক শীতার্তকে কম্বল উপহার বিএনপির ২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদের স্মরণে দোয়া মাহফিল ভৈরবের রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অষ্টগ্রামের বিএনপির সভাপতি পুলিশে দেন বিএনপি নেতাকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাইব্রিড বলাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৩৫ ভৈরবে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের মাঘ পুলি’র উৎসব ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকাল ৫টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী, বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, আজ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আজ ৬ষ্ঠ আসর উদ্বোধন হয়েছে। নতুন প্রজন্মদের দিয়ে অনেক কিছু আশা করা যায়। তাদের মধ্যে কিছু একটা করার সম্ভাবনা রয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে দক্ষ খেলোয়ার তৈরী করা হবে। তারা আন্তর্জাতিক মানের বিভিন্ন খেলায় সুনাম অর্জন করতে পারবে। শুধু ক্রিকেট ও ফুটবলে সীমবদ্ধ নয় নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ১২টি বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করছে। ছেলেদের থেকে মেয়েরা পিছিয়ে নেয়। তারা ফুটবল খেলবে তা ভাবাই একটা সময় কঠিন ছিল। আজ তারা খেলছে না অর্জনও করছে। তাই খেলাধুলায় নতুনদের দিয়ে সম্ভাবনা বেশি।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন, যুগ্ম-সচিব ও ক্রীড়া পরিদপ্তর পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আল মামুন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *