# নিজস্ব প্রতিবেদক :-
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বলেছেন, সবাইকে মনে রাখতে হবে, ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁকে ক্ষমতা থেকে উৎখাত করা এত সহজ না। মন্ত্রী বিএনপিসহ সমমনা দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, ওরা বর্তমান সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না। বঙ্গবন্ধু কন্যা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে ফেলেছেন। এটা তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে বার বার সরকার উৎখাতের হুমকি দেন। কোন লাভ হবে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশও হবে।
মন্ত্রী আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ.ন.ম তরিকুল ইসলাম।
মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোকপাত করেন। বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নির্মমভবে হত্যায় ক্ষোভ প্রকাশ করেন। ফুটবল সম্পর্কে তিনি বলেন, এখনও ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কেবল ফুটবল নয়, খেলাধুলার উন্নয়নের মাধ্যমে সকল প্রকার খেলায় আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বর্তমান ক্রিকেট দলের নবীন খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বড় বড় দলের ব্যাটার আর বোলাররা আমাদের নবীন ক্রিকেটারদের খেলায় হতবাক হয়ে যাচ্ছেন। ছেলেরা হারতে পারে, কিন্তু ভয় পায় না। আগামী দিনেও তরুণ ক্রিকেটাররা দেশের মুখ উজ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলার ২১টি কলেজ এই ফুটবল টর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২৯ জুন হবে ফাইনাল খেলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, মন্ত্রীর সহধর্মিনী রোকসানা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।