• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিয়ার জন্মদিনে হোসেনপুরে সহস্রাধিক শীতার্তকে কম্বল উপহার বিএনপির ২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদের স্মরণে দোয়া মাহফিল ভৈরবের রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অষ্টগ্রামের বিএনপির সভাপতি পুলিশে দেন বিএনপি নেতাকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাইব্রিড বলাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৩৫ ভৈরবে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের মাঘ পুলি’র উৎসব ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা উৎখাত এত সহজ না ……. যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান

 বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করছেন মন্ত্রী নাজমুল হাসান পাপন -পূর্বকণ্ঠ

ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা
উৎখাত এত সহজ না
……. যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান

# নিজস্ব প্রতিবেদক :-
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বলেছেন, সবাইকে মনে রাখতে হবে, ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁকে ক্ষমতা থেকে উৎখাত করা এত সহজ না। মন্ত্রী বিএনপিসহ সমমনা দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, ওরা বর্তমান সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না। বঙ্গবন্ধু কন্যা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে ফেলেছেন। এটা তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে বার বার সরকার উৎখাতের হুমকি দেন। কোন লাভ হবে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশও হবে।
মন্ত্রী আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ.ন.ম তরিকুল ইসলাম।
মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোকপাত করেন। বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নির্মমভবে হত্যায় ক্ষোভ প্রকাশ করেন। ফুটবল সম্পর্কে তিনি বলেন, এখনও ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কেবল ফুটবল নয়, খেলাধুলার উন্নয়নের মাধ্যমে সকল প্রকার খেলায় আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বর্তমান ক্রিকেট দলের নবীন খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বড় বড় দলের ব্যাটার আর বোলাররা আমাদের নবীন ক্রিকেটারদের খেলায় হতবাক হয়ে যাচ্ছেন। ছেলেরা হারতে পারে, কিন্তু ভয় পায় না। আগামী দিনেও তরুণ ক্রিকেটাররা দেশের মুখ উজ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলার ২১টি কলেজ এই ফুটবল টর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২৯ জুন হবে ফাইনাল খেলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, মন্ত্রীর সহধর্মিনী রোকসানা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *