দিলোয়ার হোসাইন :-
মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে করিমগঞ্জের গুণধর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। উরদিঘী ফুটবল প্রিমিয়ার লীগের আয়োজনে ১৭ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উরদিঘী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। খেলায় অংশগ্রহণ করে ন মজলিসপুর ফুটবল একাদশ বনাম ধীরুয়াইল ফুটবল একাদশ। টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে, মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন। ৪র্থ আসর কোয়াটার ফাইনাল ম্যাচে মজলিশপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে ধীরুয়াইল ক্রীড়া চক্র ফুটবল একাদশ জয় লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য জাকারিয়া খান রাজিব। উদ্বোধক ছিলেন, মো. লিটন সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন দুলাল, উজানবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শামীম, গুণধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বারী দুলাল ভূঁইয়া, গুণধর ইউপি সদস্য বাদল ভূঁইয়া, উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিটমালিক সমিতির সভাপতি মো. ছাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. এরশাদ উদ্দিন, কার্যকরী সদস্য আবু সাঈদ ভূঁইয়া শহিদ, নাসির উদ্দিন ভূঁইয়া আঙ্গুর, মেহের উদ্দিন খান, জালাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জামায়াত নেতা রফিকুল ইসলাম মুকুল, করিমগঞ্জ উপজেলা ছাত্র শিবিরেরর সেক্রেটারি হাবিবুর রহমান সাঈদ, শাহাব উদ্দিন সরকার, সোহরাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা আল আমিন, গুণধর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুলফিকার রায়হান, রায়হান ভূঁইয়া, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মো. আলম প্রমুখ।