• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ বাজিতপুরে নারীর অধিকার ও ক্ষমতায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮)। ২২ অক্টোবর বুধবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান। তিনি মরহুম নাজমুল হক এর মৃত্যুতে শোকাহত। তার মৃত্যুতে ভৈরব হাইওয়ে থানা পুলিশ স্তব্ধ হয়ে পড়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। যত দ্রুত সম্ভব ঘাতক ট্রাক ও চালককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবো। কনস্টেবল নাজমুল হকের স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি এবং তাদের শান্তনা দিচ্ছি ও শোক যাতে সইতে পারে সেজন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করছি।
নাজমুল হক টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, ২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রীকালীন জরুরী ডিউটি চলাকালীন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাকের চালকের সাথে কথা বলার সময় ভৈরবগামী দ্রুত বেপরোয়া গতিতে অজ্ঞাতনামা আরেকটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি বাম পাশে নিচে পড়ে যায়। এসময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এএসআই বিল্লাল হোসেন বলেন, রাত অনুমান সাড়ে ৩টায় সরকারি গাড়ি যোগে টহলরত অবস্থায় কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ দিকে ভৈরবমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আমাদের পিক-আপ ভ্যানটি ট্রাকের কিছুটা পিছনে পার্ক করে ট্রাক চালককে গভীর রাতে কোনো সমস্যার কারণে দাঁড়িয়ে আছে কিনা জিজ্ঞেস করা মুহুর্তে ভৈরবমুখী অপর একটি অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে আমাদের পুলিশ পিকআপের পিছনের ডানপাশে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা পুলিশ সদস্যরা দাঁড়ানো ট্রাক ও পুলিশ পিকআপের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম। অজ্ঞাত নামা ট্রাকের ধাক্কায় আমাদের পুলিশ পিকআপসহ পুলিশ কনস্টেবল নাজমুলকে রাস্তার বাম পাশের জমিতে পড়ে যায়। নাজমুল পুলিশ পিক-আপের চাকার নিচে পিষ্ট হয়ে মাথায় ও পিঠে গুরুতর আঘাত পান। তাকে চিকিৎসার জন্য দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও আমি নিজেও আহত হই। ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমাদের টহল টিমের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন।
তিনি আরো বলেন, নিহত কনস্টেবল নাজমুল হক ২০১৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে এবং ২০২০ সাল হতে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তার বাবা মো. রাজু মিয়া বাংলাদেশ পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন।
এ বিষয়ে নিহতের বন্ধু ইকবাল মিয়া বলেন, রাত ৩টা ৩৮ মিনিটে খবর পায় নাজমুল হক অ্যাক্সিডেন্ট করেছে। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। একটা তাজা প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। আমরা চাই ট্রাকটি শনাক্ত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে খোঁজে বের করার জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই ট্রাক ও ট্রাক চালকে আটক করতে সক্ষম হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *