# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় ৩২ বছরের পুরনো একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী তারাকান্দি গ্রামের মৃত সেকান্দর মাস্টারের ছেলে মো. নোমান মিয়ার বিরুদ্ধে ।
পুকুরের মালিক মো. হানিফ গং ও মুজিবুর রহমান জানান, আনুমানিক ৩২ বছর আগে তারা ওই জমি ক্রয় করে সেখানে পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি সরকার পতনের পর নোমান মিয়া ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু
চাঁদা না দেয়ায় পুকুরটির একটি অংশ তার ক্রয়কৃত জায়গার মধ্যে পড়েছে এবং পুরো পুকুরটি তিনি লিজ নিয়েছেন বলে দাবি করে জোরপূর্বক পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রস্তুতি নেন।
পরে অবৈধভাবে ওই পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করার জন্য ইউএনও বরাবর এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হস্তক্ষেপ করে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন। তবে এরপর থেকে অভিযুক্ত নোমান মিয়া নিয়মিতভাবে পুকুরের পাড় থেকে পেঁপে, কলা ও অন্যান্য ফল নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন মালিক পক্ষ।
পুকুরের মালিক মো. হানিফ মিয়া ও মুজিবুর রহমান বলেন, আমরা প্রায় তিন দশক ধরে এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছি। ইদানীং পুকুরটি খনন করা ও পাড় বাঁধার সময় নোমান মিয়া বাঁধা দেয়।
নোমান মিয়া আমাদের পুকুরটির কিছু অংশ নিজের এবং পুরো পুকুরটি মাছ চাষের জন্য লিজ নিয়েছে বলে দাবি করছে এবং ফলমূলও নিয়ে যাচ্ছে। এতে আমরা খুব বিপাকে পড়েছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নোমান মিয়া বলেন, সরকার পতনের মাস খানেক আগেই আমি ওই পুকুরের কিছু জায়গা ক্রয় করেছি এবং মাছ চাষের উদ্দেশ্যে পুকুরটি লিজ নিয়েছিলাম। কিন্তু হানিফ গং ও মুজিবুর আমার লিজকৃত পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে। এজন্য আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মাইন উদ্দিন বলেন, পুকুর খনন ও পাড় দেয়ার বাধার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল বাহার জানান, নোমান মিয়ার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বিজ্ঞ আদালত অথবা পারিবারিকভাবে মিমাংসার জন্য পরামর্শ দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।