# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। ২১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি করিমগঞ্জ বাজার হয়ে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে আসে। প্রেসক্লাবের সামনে এসে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এতে শতাধিক হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।
এ সময় তাঁরা ‘সি আর আবরার, আর নয় দরকার, রাজপথে কে রাজপথে কে শিক্ষক শিক্ষক, আপোষ নয়, সংগ্রাম সংগ্রাম, এক হও লড়াই করো প্রভূতি স্লোগান দেন। যে তিনটি দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করেছেন, সে তিনটি দাবি হলো, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা করা।
সমাবেশে বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হামিদ ফকির, সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান আকন্দ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী, নানশ্রী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাইশকাহনিয়া দাখিল মাদরাসা সুপার আনোয়ারোজ্জামান, কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো.আমিনুল্লাহ, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো. হেলাল উদ্দিন, হাত্রাপাড়া দাখিল মাদরাসা সুপার জাহীদ উদ্দিন, শিক্ষক নেতা হাবিবুর রহমান, শিক্ষক নেতা দিলোয়ার হোসাইন ভূঁইয়া, শিক্ষক নেতা তরিকুল ইসলাম, নাসরিন সুলতানা, জয়নার আবেদীন, চন্দ্রা সরকার, সাইফুল আলম, আজিজুল হক প্রমুখ।