# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১টায় করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহ, সহকারী কমিশনার ও হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রার্থীদের নিকট প্রতীক বরাদ্দ করেন। সভাপতি পদ ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নাম এবং তাদের বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো. হেলাল উদ্দিন (প্রতীক: চেয়ার) ও হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসা সুপার মো. জাহীদ উদ্দিন (প্রতীক: ছাতা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন, কান্দাইল দারুসসালাম দাখিল মাদরাসা সহকারী শিক্ষক (আইসিটি) মো. হারুণ অর রশিদ (প্রতীক: দেয়াল ঘড়ি), ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসার প্রভাষক (আইসিটি) মো. তরিকুল ইসলাম (প্রতীক: বই), করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার প্রভাষক (আইসিটি) একে এম নূরুল্লাহ (প্রতীক: দোয়াত কলম)।