# নিজস্ব প্রতিবেদক :-
নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সহায়তা বিষয়ক কর্মশালা এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখায়।
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখা প্রাঙ্গণ ২৮ অক্টোবর মঙ্গলবার ভরে ওঠে এক অন্যরকম কোলাহলে। বিকেল ৪টায় শুরু হয় নারী উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণামূলক আয়োজন—‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে ব্যাংকিং সহায়তা বিষয়ক বিশেষ কর্মশালা।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। কেউ হস্তশিল্প করেন, কেউ অনলাইন বুটিক চালান, কেউবা ছোট বিউটি পার্লার বা খাবার ঘর পরিচালনা করেন। তাদের চোখে মুখে ছিল- স্বনির্ভরতার আলোয় নিজের পথ খুঁজে নেওয়ার আকাঙ্ক্ষা।
শুরুতে স্বাগত বক্তব্যে শাখার ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজ বলেন, নারী উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, পুরো সমাজের অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারেন। ব্যাংক তাদের পাশে থেকে সেই পরিবর্তনের অংশ হতে চায়। তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন প্রতিটি উদ্যোক্তাই তাঁর সহযাত্রী।
অনুপ্রেরণার গল্প :
আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার মহিলা অধিদপ্তরের ইনস্ট্রাকটর আরফিন বেগম এবং জেলার নারী উদ্যোক্তা হাবিবা বিউটি পার্লার এর স্বত্ত্বাধিকারী হাবিবা ইসলাম ও বুটিকের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম তুলতুলি’র স্বত্ত্বাধিকারী আরেফিন রহমান তুলি।
আরেফিন রহমান তুলি বলেন, নারী উদ্যোক্তা মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, এটা আত্মমর্যাদার আর এক নতুন পরিচয়ের গল্প।
অন্যদিকে হাবিবা বেগম তাঁর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান। আমি শূন্য থেকে শুরু করেছি। কিন্তু সঠিক দিকনির্দেশনা আর ব্যাংকের সহযোগিতাই আমাকে আজকের জায়গায় এনেছে, বলেন তিনি।
তাঁর এই বক্তব্যে কর্মশালার পুরো পরিবেশ করতালিতে মুখর হয়ে ওঠে।
ব্যাংকিং-সুবিধার দিগন্ত :
উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুযোগ-সুবিধা ও ঋণপ্রাপ্তির নানা দিক তুলে ধরেন শাখার দ্বিতীয় কর্মকর্তা আসিফ সারোয়ার এবং ক্রেডিট ইনচার্জ নাজমুন সাকিবা। তারা উপস্থিত উদ্যোক্তাদের নারী উদ্যোক্তা ঋণ, সঞ্চয় পরিকল্পনা, প্রশিক্ষণভিত্তিক ব্যাংকিং সহায়তা এবং অনলাইন সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে প্রশ্ন করেন, নিজেদের ব্যবসার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
নতুন সূচনা :
এই কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তা নতুন ব্যাংক হিসাব খোলেন, যা তাদের ব্যবসায়িক ও আর্থিক যাত্রার এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
নিকলীর উম্মে হানিয়া আঁচল একজন উদ্যোক্তা। কাজ করছেন বুটিক নিয়ে। ব্যাংকিং সহায়তা নিয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করে খুবই উচ্ছ্বসিত তিনি।
তার আশা নারীর হাতে গড়া স্বপ্নই হবে আগামীর ভিত্তি। এনআরবিসি ব্যাংক পিএলসির কিশোরগঞ্জ শাখার এই আয়োজন শুধু একটি কর্মশালা নয়, বরং এক আহবান আলোয় হেঁটে, স্বপ্নে বাঁচা এক নতুন বাংলাদেশের পথে।