# এম.আর রুবেল :-
“হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে ভৈরব পৌরসভার উদ্যেগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আজ ২১ অক্টোবর মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে পৌর শহরের মনামরা ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চান্দালির টিলা মুক্তিযোদ্ধা ফয়সল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে নাজির আহম্মেদ আল আমিনের উপস্থাপনায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ার বাতেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানজিদা পারভিন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের সুস্থ ও পরিছন্ন রাখতে হলে ছোট খাটো বিষয় অভ্যাসে পরিনত করতে হবে। বিশেষ করে খাওয়ার আগে হাত ভালো করে ধৌত করতে হবে ও টয়লেট থেকে বের হওয়ার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। এতে শুধু হাত পরিষ্কার থাকবে না, জীবাণু থেকেও রক্ষা পাওয়া যাবে। নানা ধরনের পেটের অসুখ, ডায়রিয়া, টাইফয়েড কিংবা সর্দি-কাশির মতো রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, নিজের শরীর, আশপাশের পরিবেশ ও বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একান্ত দায়িত্বের বিষয়। একজন সচেতন শিশু আগামী দিনে সচেতন নাগরিক হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই আজ থেকেই সবাইকে পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন করতে হবে।