• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবে ব্যবসা বাঁচাতে নদী বন্দরকে টোল ফ্রি করতে বিসিসিআই এর নবগঠিত কমিটির সভাপতির আশ্বাস

# মিলাদ হোসেন অপু :-
নদী বন্দর ভৈরব একটি সুপরিচিত ব্যবসায়িক নগরী। এক সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভৈরবে ব্যবসা বাণিজ্য করতে আসতো। কালের বিবর্তনে দিন দিন ব্যবসায়িক ঐতিহ্য হারাতে বসেছে ভৈরবের ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠনের নেতারা ব্যবসায়িক ঐতিহ্য হারানোর প্রধান কারণ হিসেবে দেখছে ভৈরব বাজার নদীর পাড়ে অতিরিক্ত টোল আদায়। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটি। বিভিন্ন আলোচনার মধ্যে শুরুতেই নবগঠিত কমিটির সভাপতি জাহিদুল হক জাবেদ ব্যবসায়ীদের সুবিধার্থে প্রধান কাজ হিসেবে নদী বন্দরকে টোল ফ্রি করার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মামলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিগত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন আসামি হয়েছেন। তাঁরা বিগত তিনটি সভায় অনুপস্থিত ছিলেন। এতে করে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এছাড়াও চেম্বার পরিচালনা করার জন্য স্টাফদের বেতনাদি ও অফিস ভাড়া এবং আনুষঙ্গিক বিভিন্ন খরচ করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়নি। এমতাবস্থায় ভৈরবের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই মুহূর্তে একজন সভাপতির দায়িত্বভার প্রয়োজন বলে মনে করেন পরিচালকবৃন্দ। চেম্বারের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পর পর তিনটি সভায় উপস্থিত না থাকলে তাদের পদগুলিতে শূণ্য ঘোষনা করতে হয়েছে। কেন্দ্রীয় বিসিসিআই এর পরামর্শে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র স্মারক বিধির ১২ (ঘ) ও ১২ (৫) এবং ১৬ (ক) এর আলোকে বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভায় বিগত কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন পরিচালকদের সম্মতিক্রমে আমাকে সভাপতি নির্বাচন করেছেন।
তিনি আরো বলেন, এ সিদ্ধান্ত ঢাকায় ফেডারেশনকে জানানো হয়েছে। ইতিমধ্যই ফেডারেশনের ওয়েবসাইডে জাহিদুল হক জাবেদ এর নাম প্রকাশ হয়েছে বলে সাংবাদিকদেরকে তিনি জানান।
তিনি বলেন, আমি ভৈরববাসীর সহযোগিতায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভৈরবের ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে পরিচালকদের সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি চলতি মেয়াদ পর্যন্ত ব্যবসায়ীদের উন্নয়নসহ সার্বিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন। নবগঠিত কমিটির সভাপতি স্থানীয় ব্যবসায়ী সদস্যসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সাংবাদিক সুমন মোল্লা, ফজলুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভির আহমেদ ও আরাফাত ভূইয়া প্রমুখ।
জানা যায়, ২০২৪-২৬ এর দুই বছর মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০২৪ সালের ১০ জুন। এতে সভাপতি পদে নির্বাচিত হোন ব্যবসায়ী মো. আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন ও সহ-সভাপতি পদে জাহিদুল হক জাবেদ। পরিচালক পদে সাধারণ ১৪ জন ও সহযোগী পদে ৪ জনসহ ১৮ জন নির্বাচিত হয়েছিলেন। গত বছর ৫ আগস্টের ঘটনার পর মামলাজনিত কারণে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি অনুপস্থিত আছেন। ফলে তাঁরা চেম্বার সভায় উপস্থিত হচ্ছেন না। এতে করে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *