# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবে মুক্ত জলাশয়, হাওর, প্লাবনভূমি ও সরকারি প্রতিষ্ঠানে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৭ আগস্ট বুধবার ভৈরব উপজেলার ভবানীপুর ও শ্রীনগর এলাকার জোয়ানশাহী হাওরে এ পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলার জোয়ানশাহী হাওরে ২০২৫-২৬ অর্থ বছরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দেশি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবার ৫১৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌ. অধি.) মাসুদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, এ বছরের মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা ৫১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছি। কোনো ভাবেই যেন পোনা মাছগুলো ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখি। মাছগুলো বড় হলে আমাদের মাছের চাহিদা মিটবে ও দেশিয় মাছে স্বনির্ভর দেশ হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ মাছগুলোকে বড় হয়ার সুযোগ তৈরি করে দিন। তাহলে আমরা ভবিষ্যতে মাছে স্বয়ং সম্পন্ন হতে পারবো।