# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন রোপা আমন চাষাবাদ নিয়ে। বছরে তিনটি ধানের মৌসুমের মধ্যে প্রধান মৌসুম বোরো। দ্বিতীয় প্রধান মৌসুম রোপা আমন। তৃতীয় পর্যায়ে রয়েছে আউশ মৌসুম। আমন রোপনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কৃষকরা এখন বীজতলা থেকে আমনের চারা তুলতে ব্যস্ত। এসব চারা কাদা মাটির জমিতে কলের লাঙলে চাষ দিয়ে সেখানে রোপন করা হবে।
২১ আগস্ট বৃহস্পতিবার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের কৃষি শ্রমিকরা বীজতলা থেকে আমনের চারা তুলছেন। তিন কৃষি শ্রমিক বাচ্চু মিয়া, সাব্বির হোসেন ও পারভেজ মিয়া জানান, তাঁরা কৃষক উজ্জল মিয়ার বীজতলা থেকে চারা তুলছেন। এগুলি উচ্চ ফলনশীল ব্রিধান-৪৯ জাতের চারা। তাঁরা দৈনিক ৬০০ টাকা মজুরিতে কাজ করছেন। এই চারাগুলো কাদা মাটির চাষ দেওয়া জমিতে রোপন করা হবে।
এদিকে জেলা খামার বাড়ি সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ মৌসুমে জেলার ১৩ উপজেলাতেই আমনের আবাদ করা হবে। খামার বাড়ির লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার জেলায় মোট ৮৫ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন আবাদ করা হবে। এর মধ্যে উফশী ৭৫ হাজার হেক্টর, হাইব্রিড ১০ হাজার ২৭০ হেক্টর ও স্থানীয় জাত ২৫০ হেক্টর জমিতে আবাদ করা হবে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট দুই লাখ ৮৪ হাজার ৫৭ মেট্রিকটন। এর মধ্যে উফশী দুই লাখ ৪১ হাজার ৫০০ টন, হাইব্রিড ৪২ হাজার ১০৭ টন, আর স্থানীয় জাত ৪৫০ টন। তবে উপজেলাগুলোর মধ্যে তিন জাতের ধান সর্বোচ্চ আবাদ হবে করিমগঞ্জ উপজেলায়, ১৩ হাজার ২৬০ হেক্টর জমিতে। আর চাল উৎপাদন হবে মোট ৪৫ হাজার ৩৩ টন। দ্বিতীয় সর্বোচ্চ আমন আবাদ হবে কটিয়াদী উপজেলায়, ১৩ হাজার ১৪৩ হেক্টর জমিতে। আর চাল উৎপাদন হবে মোট ৪৩ হাজার ৮৪৬ টন। এবার এখন পর্যন্ত আবহাওয়া অনুকূল রয়েছে। ফলে বাম্পার ফলন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান।