# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষকরা আমন জমিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার ব্যবহার করছেন বলে জানা গেছে। সেই কারণে চাহিদা মাফিক ডিএপি সার বরাদ্দ হলেও ঘাটতি তৈরি হয়েছে। আর সেই সুযোগে অসাধু খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এখন রোপা আমন মৌসুম। চারিদিকে চলছে জমি চাষ আর চারা রোপনের কাজ। এই সময়ে ডিএপি সারের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু বাজারে ডিএপি সারের এক ধরনের সঙ্কট দেখা দিয়েছে। ফলে ৫০ কেজির প্রতি বস্তা সারের সরকারি মূল্য এক হাজার ৫০ টাকা হলেও অসাধু ব্যবসায়ীরা সঙ্কটের সুযোগে প্রতি বস্তা বিক্রি করছেন দেড় হাজার টাকা বা তারও বেশি দামে। উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখের পাড়া গ্রামের কৃষক শেখ জমসেদ জানিয়েছেন, তাদের এলাকার কৃষকরা বাজার থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিএপি সার কিনতে বাধ্য হচ্ছেন।
কটিয়াদী উপজেলার বিসিআইসির সার ডিলার শীতল সাহা জানান, কটিয়াদীতে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ডিলার আছেন ১৫ জন। কোন ইউনিয়নে একজন, কোন ইউনিয়নে দু’জন করে ডিলার আছেন। প্রত্যেক ডিলার ১৪৩ থেকে ১৪৪ বস্তা করে ডিএপি সার বরাদ্দ পেয়েছেন। যেসব ইউনিয়নে দু’জন করে ডিলার আছেন, সেসব ইউনিয়নে স্বাভাবিকভাবেই সারের বরাদ্দ ডাবল হয়েছে। যেসব ইউনিয়নে একজন ডিলার আছেন, সেখানে বরাদ্দ হয়েছে অর্ধেক। অন্যদিকে কৃষকরা এখন ইউরিয়ার পরিবর্তে ডিএপি বেশি ব্যবহার করছেন। যে কারণে যেসব ইউনিয়নে একজন ডিলার আছেন, সেসব ইউনিয়নে ডিএপির বরাদ্দ কম মনে হচ্ছে। এই সুযোগে কিছু খুচরা বিক্রেতা বাড়তি দামে সার বিক্রি করছেন বলে তিনি স্বীকার করেন। তবে ইউরিয়ার ক্ষেত্রে এ ধরনের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন শীতল সাহা।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ডিএপি সারের বরাদ্দ গত বছরের মতই আছে, কমেনি। তবে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের বোঝাচ্ছেন, যেন মাত্রার চেয়ে বেশি ডিএপি ব্যবহার না করেন। তাতে জমির ক্ষতি হবে। কিন্তু অনেক কৃষকই এটা অমান্য করছেন। আর খুচরা বিক্রেতাসহ কেউ যেন নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সার বিক্রি করতে না পারেন, সে ব্যাপারেও মনিটরিং করছেন বলে তিনি জানিয়েছেন।
জেলা খামার বাড়ির হিসাব অনুযায়ী কটিয়াদী উপজেলায় এবার হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট ১৩ হাজার ১৪৩ হেক্টর জমিতে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার ৮৪৬ মেট্রিক টন।