# সারোয়ার হোসেন শাহীন :-
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রোববার সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. কাউছার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা হ্যাচারি অফিসার মো. মঞ্জুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, ইউপি চেয়ারম্যান, চাষী মৎস্য খামারি ও মৎসজীবি।
বক্তারা বলেন, মৎস্য চাষের মধ্যদিয়ে বেকারত্ব দূর হয়েছে। বর্তমানে বাংলাদেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে সরকারের নানামুখী উদ্যোগে দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে মৎস্যচাষীরা।
জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষী, উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।